২২ টাকায় মিলবে ৯০ দিনের ভ্যালিডিটি, সেকেন্ডারি সিমের জন্য সেরা এই BSNL প্রিপেইড প্ল্যানগুলি

রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL (বিএসএনএল) বরাবরই দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিকম সার্ভিস প্রোভাইডারদের তুলনায় অনেক সস্তায় একাধিক প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করে থাকে। গত বছরের শেষের দিকে যখন বেসরকারি সংস্থাগুলি তাদের প্রিপেইড প্ল্যানের দাম ২০%-২৫% পর্যন্ত বাড়িয়ে মধ্যবিত্তের পকেটে বেশ ভালোরকমের চাপ সৃষ্টি করেছে, তখনও বিএসএনএল নিজেদের কোনো প্ল্যানের দাম না বাড়িয়ে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে ক্রমাগত গ্রাহকদের জন্য একের পর এক প্রিপেইড প্ল্যান অফার করে চলেছে। ফলে এই মূল্যবৃদ্ধির যুগে ইউজারদের কাছে সংস্থাটির সস্তা প্রিপেইড প্ল্যানের চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। সেক্ষেত্রে এই প্রতিবেদনে আমরা বিএসএনএল ভ্যালিডিটি এক্সটেনশন রিচার্জ প্ল্যান সম্পর্কে কয়েকটি কথা আপনাদেরকে জানাতে চলেছি।

আমাদের আলোচ্য এই প্ল্যানগুলি মূলত সেইসব ইউজারদের জন্য, যারা বিএসএনএল-কে তাদের প্রাথমিক নম্বর হিসেবে ব্যবহার করেন না, তবে নিজেদের বিএসএনএল নম্বরটিকে সেকেন্ডারি বা দ্বিতীয় নম্বর হিসেবে সক্রিয় রাখতে চান। উল্লেখ্য, এই প্ল্যানগুলিতে মূলত দীর্ঘদিনের ভ্যালিডিটি পাওয়া যাবে তবে সেইসাথে এগুলিতে ভয়েস কল, ডেটা বেনিফিটও রয়েছে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে, যেহেতু বিএসএনএল-এর প্রিপেইড প্ল্যানগুলি জায়গা বিশেষে পরিবর্তিত হয়, তাই আপনার টেলিকম সার্কেলে এই প্ল্যানগুলি কিন্তু উপলব্ধ নাও হতে পারে। নীচে বেশ কয়েকটি সাশ্রয়ী মূল্যের বিএসএনএল প্রিপেইড প্ল্যানের কথা উল্লেখ করা হল, যেগুলি আপনি আপনার দ্বিতীয় সিমের নম্বরটিকে সক্রিয় রাখতে বেছে নিতে পারেন।

সেকেন্ডারি সিমের জন্য BSNL প্রিপেইড প্ল্যান

এই চরম মূল্যবৃদ্ধির যুগে আপনি কখনো কল্পনাও করতে পারেন যে মাত্র ২২ টাকা ব্যয় করলেই আপনি ৯০ দিনের লম্বা ভ্যালিডিটিযুক্ত একটি প্রিপেইড প্ল্যান পেতে পারেন! স্বপ্ন মনে হলেও এটিকে সত্যিতে বাস্তবায়িত করেছে বিএসএনএল। বিএসএনএল মাত্র ২২ টাকায় এমন একটি ভয়েস ভাউচার সরবরাহ করে, যার অধীনে ৯০ দিনের মেয়াদে হোম লাইসেন্সড সার্ভিস এরিয়ায় (এলএসএ) ইউজাররা প্রতি মিনিটে ৩০ পয়সা খরচে সমস্ত লোকাল এবং এসটিডি ভয়েস কল করতে পারবেন। ৭৫ টাকা এবং ৯৪ টাকার স্পেশাল ট্যারিফ ভাউচারগুলি যথাক্রমে ৫০ দিন এবং ৭৫ দিনের বৈধতাসহ আসে। ৭৫ টাকায় ৫০ দিনের জন্য ২ জিবি ফ্রি ডেটা, এবং ৯৪ টাকায় ৭৫ দিনের জন্য ৩ জিবি ডেটা পাওয়া যায়। উভয় প্ল্যানেই হোম এলএসএ এবং ন্যাশনাল রোমিং-এ ১০০ মিনিটের ফ্রি ভয়েস কল বেনিফিট পাওয়া যাবে।

অন্যদিকে বিএসএনএল ৮৮ টাকার একটি প্রিপেইড প্ল্যান অফার করে, যাতে ৯০ দিনের জন্য ০.৮ পয়সা/সেকেন্ডে লোকাল/এসটিডি কল করা যাবে। আবার, জরুরি ব্যবহারের জন্য যদি কখনো আপনার দ্বিতীয় নম্বরে ডেটা ব্যাকআপের প্রয়োজন হয়, তবে আপনি ১৯৮ টাকার প্ল্যানটি রিচার্জ করার কথা ভেবে দেখতে পারেন। কারণ ১৯৮ টাকার বিএসএনএল প্ল্যানে ৫০ দিনের জন্য রোজ ২ জিবি করে ডেটা পাওয়া যাবে, যার পরে নেট স্পিড কমে ৪০ কেবিপিএস-এ নেমে আসবে।

এসবের পাশাপাশি ৮৪ দিনের ভ্যালিডিটি সহ বিএসএনএল আরও দুটি প্রিপেইড প্ল্যান অফার করে, যেগুলির নাম হল ‘BSNL Premium Per Second’ (বিএসএনএল প্রিমিয়াম পার সেকেন্ড) এবং ‘Per Minute’ (পার মিনিট) প্ল্যান। প্ল্যান দুটির দাম যথাক্রমে ১০৬ টাকা এবং ১০৭ টাকা। উভয় প্ল্যানেই ৩ জিবি ডেটা এবং MTNL নেটওয়ার্কসহ হোম এলএসএ ও ন্যাশনাল রোমিং-এ যে-কোনো নেটওয়ার্কে ১০০ মিনিট ফ্রি কল করার সুবিধা রয়েছে। তবে এই প্ল্যান জুটির মধ্যে মূল পার্থক্য হল পালস রেট। কারণ কল চার্জ হিসেবে বিএসএনএলের ১০৬ টাকার প্ল্যানটি সেকেন্ড পিছু এবং ১০৭ টাকার প্ল্যানটি মিনিট পিছু টাকার হিসাব করে।