BSNL গ্রাহকদের জন্য সুখবর, দাম কমলো ১০০ টাকার কমের এই তিনটি প্ল্যানের

উৎসবের এই মরসুমে ফের নিজের কিছু প্রিপেইড প্ল্যান রিভাইজ বা সংশোধন করল ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL (বিএসএনএল)। এক্ষেত্রে সরকারের মালিকানাধীন টেলিকম অপারেটরটি ১০০ টাকার কম মূল্যের কিছু প্ল্যানের ট্যারিফ ১ টাকা বা ২ টাকা পর্যন্ত কমিয়েছে‌। তাছাড়া সংস্থার রোমিং এনাবেলড সিম কার্ড, দীর্ঘমেয়াদী প্ল্যান (তুলনায় মূল্যবান), ব্রডব্যান্ড প্ল্যান ইত্যাদির ক্ষেত্রেও বেশ কিছু সুবিধা চালু করা হয়েছে। তাই আপনি যদি BSNL গ্রাহক হন, অবশ্যই এই পরিবর্তনগুলি সম্পর্কে জেনে নিন।

দাম কমেছে BSNL এর ৫৬ টাকার, ৫৭ টাকার ও ৫৮ টাকার প্ল্যানের

বিএসএনএল এখন তার ৫৬ টাকার স্পেশাল ট্যারিফ ভাউচারের মূল্য ৫৪ টাকা করেছে। এতে ৮ দিনের জন্য ৫,৬০০ সেকেন্ড লোকাল এবং এসটিডি কলের সুবিধা মিলবে। অন্যদিকে ৫৭ টাকার প্ল্যানটি এখন ৫৬ টাকায় উপলব্ধ হয়েছে, যেখানে গ্রাহকরা ১০ দিনের জন্য ১০ জিবি ফ্রি ডেটা এবং জিং মিউজিক অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন। একইভাবে ৫৮ টাকার প্ল্যানটিরও দাম এক টাকা কমেছে। সেক্ষেত্রে বলে রাখি, এই পরিবর্তনগুলি আপাতত কেবল কেরালা টেলিকম সার্কেলের জন্যই উপলব্ধ।

BSNL এর অন্যান্য অফার

বিএসএনএল ইউজাররা এখন ইন্টারন্যাশনাল রোমিং এনাবেলড সিম কার্ডের মাধ্যমে তাদের বিদ্যমান সিম কার্ডটি অ্যাক্টিভ করতে পারবেন। এর জন্য তাদের খরচ হবে ৫০ টাকা। আবার এই আন্তর্জাতিক প্রিপেইড সিম চালু করার পর, ইউজারদের ৫৭ টাকা (বৈধতা ৩০ দিন) বা ১৬৮ টাকার প্ল্যান (বৈধতা ৯০ দিন) রিচার্জ করতে হবে।

এদিকে সংস্থাটি Google Nest Hub-র ওপরেও কিছু বিশেষ সুবিধা ঘোষণা করেছে, যেখানে তার বার্ষিক, দ্বিবার্ষিক এবং ত্রিবার্ষিক ব্রডব্যান্ড প্ল্যানের গ্রাহকরা এই গুগল ডিভাইস কিনতে এককালীন চার্জ হিসাবে যথাক্রমে ১০.৫ মাস, ২০.৫ মাস এবং ৩০.৫ মাসের জন্য টাকা মেটাতে পারবেন। অন্যথায় প্রতিমাসে চার্জ দিতে হবে ১,৯৯৯ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন