নয়া প্যাকের সাথে SMS শুল্ক কমালো BSNL, উপকৃত হবেন লক্ষ লক্ষ গ্রাহক

সামান্য হলেও গ্রাহকদের ভার লাঘবের পথে হাঁটতে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL)। সম্প্রতি সংস্থাটি তার এসএমএস (SMS) মাশুলে উল্লেখযোগ্য পরিবর্তন…

সামান্য হলেও গ্রাহকদের ভার লাঘবের পথে হাঁটতে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL)। সম্প্রতি সংস্থাটি তার এসএমএস (SMS) মাশুলে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটিয়েছে। এর ফলে ফ্রি এসএমএসের সুবিধা না থাকা অবস্থায় অন-নেট (on-net) এবং অফ-নেট (off-net) উভয় ক্ষেত্রে এসএমএস পাঠাতে অপেক্ষাকৃত কম মূল্য খরচ করতে হবে। এছাড়া বিএসএনএলের পক্ষ থেকে এসএমএস সুবিধার সঙ্গে আগত বেশ কিছু নতুন রিচার্জ প্যাক সামনে আনা হয়েছে যেগুলি গ্রাহকদের পক্ষে লাভজনক হতে পারে

SMS ট্যারিফ কমাল BSNL

কেরালা টেলিকমের রিপোর্ট অনুযায়ী, সদ্য বিএসএনএল তাদের বর্তমান এসএমএস ট্যারিফের প্রায় ৬৬.৬৭ শতাংশ মকুবের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে। সংস্থার ই-সিম (e-SIM) গ্রাহকেরা এই মূল্য হ্রাসের দ্বারা লাভবান হবেন। এক্ষেত্রে সাবস্ক্রাইব করা ট্যারিফ প্ল্যানের অবর্তমানে অন-নেট ও অফ-নেট এসএমএস পাঠানোর খরচ কমবে। নতুন নিয়ম অনুযায়ী ফ্রিবি (Freebies) পরিষেবা সমাপ্তির পরে উপরোক্ত দুটি ক্ষেত্রে (on-net ও off-net) এসএমএস পাঠানোর জন্য যথাক্রমে ৫ ও ১০ পয়সা শুল্ক প্রদান করতে হবে যা নিঃসন্দেহে অপেক্ষাকৃত সস্তা। এর ফলে বহু বিএসএনএল ব্যবহারকারী উপকৃত হবেন বলে আমাদের ধারণা।

BSNL আনল নতুন SMS প্যাক

একইসাথে রাষ্ট্রাধীন সংস্থা নয়া তিন অ্যাড-অন (add-on) এসএমএস প্যাক সামনে এনেছে। ১২, ২০ এবং ২৫ টাকার বিনিময়ে এই প্যাকগুলি রিচার্জ করা সম্ভব। এর মাধ্যমে একজন বিএসএনএল ব্যবহারকারী যথাক্রমে ৫০০, ১০০০ এবং ২০০০ অন-নেট এসএমএস পাঠানোর সুবিধা পাবেন।

গ্রাহকদের জন্য উপরোক্ত বদল আনার পাশাপাশি ক্ষুদ্র এবং মাঝারি এন্টারপ্রাইজ বিজনেস উপভোক্তাদের আকর্ষণের জন্য BSNL বেশ কিছু পরিষেবাগত সুবিধা প্রদানের কথা স্থির করেছে। এক্ষেত্রে সংস্থার উদ্যোগ রীতিমতো প্রশংসনীয়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন