গ্রাহক ফিরে পেতে একাধিক প্ল্যানে বদল আনলো BSNL

গ্রাহকদের হারানো ভরসা ফিরে পেতে ফের মাঠে নামল BSNL অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি তার কয়েকটি প্রিপেড প্ল্যানের জন্য নতুন অফার ঘোষণা করেছে, যার মধ্যে র‌্যাশনালাইজিং (যৌক্তিককরণ), রেগুলারাইজিং (নিয়মিতকরণ) এবং প্রোমোশনাল (প্রচারমূলক) অফারের সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। এক্ষেত্রে BSNL, তার দুটি প্রিপেড প্ল্যানকে নিয়মিত করেছে, তিনটি প্রচারমূলক অফার ঘোষণা করেছে এবং একটি প্রিপেড প্ল্যান যৌক্তিককরণ বা সংশোধন করেছে। আসুন এই অফারগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

টেলিকমের টকের মতে, BSNL তার ‘STV-298’ এবং ‘FRC-249’ নামক প্রিপেড প্ল্যানগুলিকে নিয়মিত করেছে, যেখানে সংস্থার ‘FRC-108ʼ প্ল্যানটির সংশোধন করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে প্রোমোশনাল অফার হিসেবে, ১০০ টাকার রিচার্জে ফুল টকটাইম এবং ‘PV-699’ ও ‘PV-2399’ নামে দুটি বিশেষ প্ল্যান ভাউচারের সুবিধা চালু করেছে টেলকোটি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, রেগুলারাইজিং বা নিয়মিতকরণের অর্থ হল এই প্ল্যানগুলিতে আগে সীমিত সময়ের জন্য প্রচারের ভিত্তিতে আনা হয়েছিল, তবে এখন এগুলি সংস্থা স্ক্র্যাপ করার সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যন্ত রিচার্জের জন্য উপলব্ধ থাকবে। বেনিফিটের কথা বললে, ‘STV-298’ প্ল্যানটির আওতায় রোজ ১জিবি ডেটা এবং ১০০টি করে এসএমএস পাওয়া যাবে; উপভোগ করা যাবে আনলিমিটেড ভয়েস কলিংও। এছাড়া এই প্ল্যানটি ৫৬ দিনের বৈধতা বহন করে এবং অতিরিক্ত সুবিধা হিসেবে ইউজাররা এতে ফ্রি Eros Now সাবস্ক্রিপশন পায়। এক্ষেত্রে, কেবলমাত্র নতুন গ্রাহকদের জন্য উপলব্ধ ‘FRC-249’ প্ল্যানটিও একই সাধারণ সুবিধা দেয়, তবে এটির বৈধতা ৬০ দিন এবং এতে কোনোরকম সাবস্ক্রিপশন পাওয়া যায়না।

প্রোমোশনাল অফারগুলির বেনিফিটের কথা বললে, ‘PV-699’ ভাউচারটি আজ থেকে আগামী ৯০ দিন (২৯শে জুন) পর্যন্ত উপলব্ধ থাকবে। এটি, ইউজারদের রোজ ১০০টি করে এসএমএস এবং ০.৫ জিবি ডেটাসহ আনলিমিটেড ভয়েস কলিং সরবরাহ করবে। এই ভাউচারটির বৈধতা হবে ১৮০ দিন যেখানে প্রথম ৬০ দিনের জন্য বিনামূল্যে পার্সোনালাইজড রিং ব্যাক টোন (PRBT) পরিষেবা পাওয়া যাবে। অন্যদিকে, ‘PV-2399’ ভাউচারটি আজ থেকে ৩০শে মে অর্থাৎ পরবর্তী ৬০ দিনের মধ্যে অ্যাক্সেস করা যাবে, যা আনলিমিটেড কলিং, দৈনিক ৩ জিবি ডেটা এবং রোজ ১০০টি এসএমএসের সুবিধা দেবে। উপরন্তু, এটি বিনামূল্যে Eros Now সাবস্ক্রিপশন এবং PRBT পরিষেবা সরবরাহ করবে। এই ‘PV-2399’ ভাউচারে মোট ৪৩৭ দিনের বৈধতা পাওয়া যাবে, অর্থাৎ গ্রাহকরা একবার রিচার্জে ১ বছর ৭২ দিন এটির সুবিধা উপভোগ করতে পারবেন। সর্বশেষ যে প্রচারমূলক অফারটি বিএসএনএল (BSNL) সরবরাহ করছে তা হল ১০০ টাকার রিচার্জে ফুল টকটাইম। এই অফারটি ৪ঠা এপ্রিল থেকে কার্যকর হবে এবং আগামী ২রা জুলাই পর্যন্ত করা রিচার্জে প্রযোজ্য হবে।

এছাড়া, বিএসএনএলের সংশোধিত ‘FRC-108ʼ প্ল্যানটিতে এখন থেকে রোজ ১ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং মোট ৫০০টি এসএমএসের সুবিধা পাওয়া যাবে, যার মেয়াদ হবে ২৮ দিন। জানিয়ে রাখি এই ফার্স্ট রিচার্জ কুপনটির সাধারণ সুবিধায় কিছু পরিবর্তন এসেছে, এটির সমস্ত শর্তাদি তবে একই রয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন