দারুন অফার BSNL-এর, ৪২৫ দিন ধরে আনলিমিটেড কল ও ডেটা পাবেন এখন এই প্ল্যানে

প্রাইভেট টেলিকম অপারেটরদের প্রিপেইড প্ল্যানের শুল্ক বাড়ায়, একাংশ গ্রাহকেরই অবস্থা নাজেহাল! এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে আকর্ষিত করতে এবার সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL (বিএসএনএল) একটি দীর্ঘমেয়াদী প্রিপেইড প্ল্যানে অতিরিক্ত বৈধতা সরবরাহের সিদ্ধান্ত নিল। এমনিতে সমস্ত টেলিকম সংস্থা তাদের বার্ষিক প্ল্যানের সাথে ৩৬৫ দিন ভ্যালিডিটি দেয়, তবে BSNL-এর তরফে এখন ঘোষণা করা হয়েছে, তাদের ২,৩৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে ৪২৫ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। মূলত একটি প্রোমোশনাল অফারের অধীনে সংস্থা উক্ত প্ল্যানের বৈধতা ৬০ দিন বাড়িয়েছে। সেক্ষেত্রে প্রিপেইড গ্রাহকরা আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে রিচার্জ করলে এই এক্সট্রা বেনিফিট উপভোগ করতে পারবেন।

BSNL-এর ২,৩৯৯ টাকার প্ল্যানের সুবিধা

বিএসএনএলের ২,৩৯৯ টাকার বার্ষিক প্ল্যানে রোজ ৩ জিবি ডেটা, প্রতিদিন ১০০টি এসএমএস এবং আনলিমিটেড লোকাল/এসটিডি কলের সুবিধা রয়েছে। এটির বৈধতা ৪২৫ দিন। অতিরিক্ত সুবিধা হিসেবে বিএসএনএল টিউন, ইরোস নাও-এর অ্যাক্সেস পাওয়া যাবে।

তবে আপনারা যদি এত দামি কোনো প্ল্যান রিচার্জ করতে না চান, তাহলেও কুছ পরোয়া নেই! কারণ রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি বর্তমানে বেশ কয়েকটি দীর্ঘমেয়াদী প্রিপেইড প্ল্যান অফার করে, ফলত গ্রাহকরা ইচ্ছামত যেকোনো প্ল্যান রিচার্জ করতে পারবেন। আসুন এক নজরে দেখে নিই এই মুহূর্তে বিএসএনএলের কী কী বার্ষিক প্ল্যান বিদ্যমান।

BSNL-এর অন্যান্য বার্ষিক প্ল্যান

১. ১,৪৯৯ টাকার BSNL প্ল্যান: এই বার্ষিক প্রিপেইড প্ল্যানে মোট ২৪ জিবি ডেটা, ফ্রি ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা দেয়৷ প্ল্যানটির বৈধতা ৩৬৫ দিন।

২. ১,৯৯৯ টাকার BSNL প্ল্যান: প্রায় ২,০০০ টাকা দামের এই প্ল্যানে আনলিমিটেড ডেটা (৫০০ জিবি রেগুলার ডেটা এবং ১০০ জিবি অতিরিক্ত ডেটা), FUP লিমিট ছাড়া আনলিমিটেড ভয়েস কল, রোজ ১০০টি এসএমএস, ফ্রি PRBT টিউন এবং ইরোস নাও এর সাবস্ক্রিপশন অফার করা হয়। এর বৈধতা ৩৬৫ দিন।

৩. ১,৪৯৮ টাকার BSNL ডেটা ভাউচার: এই প্রিপেইড বার্ষিক ডেটা ভাউচারে প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যায়, যার ডেইলি কোটা শেষ হলে ৪০ কেবিপিএস স্পিড মেলে।

৪. ১,১৯৯ টাকার BSNL প্ল্যান: এই প্ল্যানটি কেবল কেরালা সার্কেলে প্রযোজ্য। সুবিধার কথা বললে এটি ২৪ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং ১০০টি এসএমএস অফার করে৷