নতুন বছরে বিশেষ অফার BSNL-এর, এই প্ল্যান রিচার্জ করলে মিলবে অতিরিক্ত 90 দিনের বৈধতা

২০২২ সালের সূচনায় প্রিপেইড গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে হাজির হল রাষ্ট্রায়ত্ত টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL)। যে সমস্ত গ্রাহক দৈনিক ডেটা খরচের পরিমাণ এবং পরিষেবার ভ্যালিডিটি সম্পর্কে সম্পূর্ণ চিন্তামুক্ত থাকতে চান তাদের জন্য এই নতুন BSNL প্রিপেইড অফার অত্যন্ত লাভজনক হতে পারে। কারণ আলোচ্য অফার বেছে নিলে BSNL গ্রাহকেরা মূল ভ্যালিডিটির সঙ্গে বাড়তি হিসেবে আরো তিন মাসের পরিষেবা মেয়াদ পেয়ে যাবেন এবং সেজন্য তাদের কোনোরকম অতিরিক্ত অর্থ খরচ করতে হবেনা! কি, অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে ইচ্ছে করছে তো? আসুন BSNL-এর এই অফার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক

৯০ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি সহ আগত নয়া BSNL অফার

৯০ দিনের বাড়তি পরিষেবা মেয়াদ সহ আগত প্রিপেইড প্ল্যান রিচার্জের জন্য গ্রাহককে ২,৩৯৯ টাকা খরচ করতে হবে। এই প্ল্যান আনলিমিটেড ভয়েস কলিং সহ দৈনিক ৩ জিবি ইন্টারনেট ডেটা খরচ ও ১০০ এসএমএস পাঠানোর স্বাধীনতা দেয়। সাধারণত প্ল্যানটি ৩৬৫ দিন অর্থাৎ পুরো এক বছরের ভ্যালিডিটির সঙ্গে বর্তমান। তবে সম্প্রতি এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকেরা ৯০ দিন বা তিন মাসের বাড়তি পরিষেবা মেয়াদ পেয়ে যাবেন, যাকে দুর্দান্ত অফার বললেও কম বলা হয়। অফারটির সুফল উপভোগের জন্য আগ্রহী বিএসএনএল উপভোক্তাকে অবশ্য চলতি মাসের ১৫ তারিখের মধ্যে রিচার্জের কাজ সেরে ফেলতে হবে। একমাত্র তাহলেই তিনি টানা ১৫ মাসের পরিষেবা মেয়াদযুক্ত এই প্ল্যান ব্যবহারের ছাড়পত্র পেয়ে যাবেন।

২,৩৯৯ টাকার বিএসএনএল প্রিপেইড প্ল্যানের সবথেকে আকর্ষনীয় দিকের কথা বলতে গেলে ভ্যালিডিটির পরেই এর ডেটা সুবিধার প্রসঙ্গ উঠে আসবে। প্ল্যানটি দিনে পুরো ৩ জিবি ডেটা খরচের স্বাধীনতা দেয়, যা একজন সাধারণ গ্রাহকের পক্ষে যথেষ্ট বলা যায়। 4G পরিষেবার অনুপস্থিতিতে তাই বিএসএনএলের এই প্ল্যান গ্রাহক আকর্ষণে সাফল্য পেতে পারে বলে অনেকের ধারণা। যদিও এককালীন বিনিয়োগ হিসেবে বেশি খরচের জন্য এই প্ল্যান রিচার্জ করা যে অনেকের পক্ষেই সম্ভব হবে না তা বলা বাহুল্য।

আলোচ্য প্ল্যান ছাড়াও যে সমস্ত BSNL গ্রাহক সারা বছর ধরছ পরিষেবা উপভোগ করতে চান, তারা সংস্থার ১,৪৯৯ টাকার রিচার্জ বিকল্পটি বেছে নিতে পারেন। এটি গ্রাহকদের মোট ২৪ জিবি ডেটা ব্যবহারের সুযোগ দেবে। তাছাড়া বিকল্পটি রিচার্জ করলে দৈনিক ১০০টি এসএমএস প্রেরণ এবং অফুরন্ত ভয়েস কলিংয়ের সুবিধা মিলবে। প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন।