৪০০ টাকার কমে ১০ মাস ভ্যালিডিটি, BSNL-এর ধারে কাছে নেই Jio বা Airtel

ভারত সঞ্চার নিগম লিমিটেড ওরফে BSNL (বিএসএনএল)-এর পরিষেবা নিয়ে অনেকেরই বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। তবে গ্রাহকদের আকর্ষিত করতে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি যে চেষ্টার কোনো ত্রুটি রাখে না, তা তাদের সাশ্রয়ী রিচার্জ প্ল্যান ও অফারের বাহার দেখেই বোঝা যায়। কারণ মূল্যবৃদ্ধির এই বাজারে BSNL, ৪০০ টাকার কমে এমন একটি প্রিপেইড প্ল্যান অফার করে, যা Jio, Airtel এবং Vi-এর মত বেসরকারি সংস্থাকে পিছনে ফেলবে। এই প্ল্যানে প্রায় একবছরের বৈধতা সহ আনলিমিটেড কল, ডেটা ও এসএমএস বেনিফিট পাওয়া যায়। আসুন BSNL এর এই প্ল্যানটির মূল্য ও সুবিধাগুলি জেনে নেওয়া যাক।

৪০০ টাকার কমে পাবেন এই BSNL প্রিপেইড প্ল্যানের সুবিধা

বিএসএনএলের আলোচ্য এই প্ল্যানের দাম ৩৯৭ টাকা। সুবিধা বলতে এতে প্রতিদিন ২ জিবি ডেটা, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল, ১০০টি এসএমএস এবং PRBT টিউনের সুবিধা পাওয়া যাবে। এটির বৈধতা পুরো ৩০০ দিন, তবে এতে উপলব্ধ পরিষেবাগুলি শুধুমাত্র ৬০ দিনের জন্য ব্যবহার করা যাবে। এরপর কলিং বা ডেটার জন্য আপনি টকটাইম প্ল্যান বা ডেটা প্ল্যান রিচার্জ করতে পারবেন।

অন্যান্য টেলকো ৪০০ টাকার কাছাকাছি দামে এই প্ল্যান সরবরাহ করে

Airtel-এর ৩৫৯ টাকার প্রিপেইড প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এতে প্রতিদিন ২ জিবি ডেটা এবং ১০০টি করে এসএমএস পাওয়া যায়। এর সাথে মেলে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এছাড়াও এই ৩৫৯ টাকার প্ল্যানের সাথে অ্যামাজন প্রাইম ভিডিও, এয়ারটেল এক্সট্রিম এবং উইঙ্ক মিউজিকের সাবস্ক্রিপশন বিনামূল্যে উপলব্ধ।

Jio-র টাকার প্রিপেড প্ল্যান: এই প্রিপেইড প্ল্যানটি ২৮ দিনের বৈধতার সাথে আসে। এতে প্রতিদিন ৩ জিবি ডেটা, ১০০টি এসএমএস এবং আনলিমিটেড কলিং উপভোগ করা যায়। এছাড়া, এই প্ল্যানের সাথে বিনামূল্যে জিও টিভি, জিও মুভি, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউড অ্যাক্সেস দেওয়া হবে।