এখনও ৪৯ টাকায় মিলবে কল, ডেটা ব্যবহারের সুবিধা; রিচার্জের জন্য বেছে নিন BSNL-এর এই প্রিপেইড প্ল্যান

ভারতে টেলিকম পরিষেবা সরবরাহের নিরিখে Reliance Jio (রিলায়েন্স জিও), Airtel (এয়ারটেল) বা Vodafone Idea (ভোডাফোন আইডিয়া) বা Vi (ভিআই)-এর নাম সবচেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু সাম্প্রতিক সময়ে এই কোম্পানিগুলির প্রিপেইড প্ল্যানগুলি খুব ব্যয়বহুল হয়ে উঠেছে। ফলে দৈনন্দিন জীবনের আর পাঁচটা জিনিসের মূল্যবৃদ্ধির সাথে, রিচার্জের জন্যও বেশি খরচ হওয়ায় সাধারণ মানুষ কার্যত অস্বস্তিতে পড়েছেন। তবে বেসরকারি টেলকোগুলির বিপরীতে হেঁটে, রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL (বিএসএনএল) বা ভারত সঞ্চার নিগম লিমিটেড এখনও ব্যবহারকারীদের জন্য অনেক সস্তা অথচ সুবিধাজনক প্ল্যান অফার করছে। সেক্ষেত্রে যদি কোনো BSNL গ্রাহক মাত্র ৫০ টাকার কাছাকাছি ব্যয় করে রিচার্জ করতে চান বা স্বল্প খরচে সিম সক্রিয় রাখার জন্য কোনো প্ল্যানের সন্ধান করেন, তাহলে আপনাদের জন্য আজ রয়েছে একটি সেরা বিকল্পের হদিশ!

আসলে অন্যান্য কোম্পানি তাদের বেসিক বা এন্ট্রি-লেভেল প্ল্যানের দাম ৪৯ টাকা থেকে বাড়ালেও, বিএসএনএল এখনো এই দামে একটি রিচার্জ প্ল্যান অফার করে। তবে দাম কম বলে যে এর সুবিধা কম তা নয়; বরঞ্চ এই প্ল্যানটিতে গ্রাহকরা প্রায় এক মাসের কাছাকাছি ভ্যালিডিটি, নির্দিষ্ট পরিমাণ ডেটা ইত্যাদি সুবিধা পাবেন। আসুন এখন বিএসএনএলের এই ৪৯ টাকার প্ল্যান সম্পর্কে খুঁটিনাটি জেনে নিই।

BSNL-এর ৪৯ টাকার প্রিপেইড প্ল্যান

এই প্ল্যানটিতে ২০ দিনের বৈধতা পাওয়া যায়। সাথে থাকে ১০০ মিনিট ভয়েস কলিং এবং ১ জিবি মোবাইল ডেটার সুবিধা। যারা বিএসএনএলের মোবাইল পরিষেবা বেশি ব্যবহার করেন না বা এই কোম্পানির সিম সেকেন্ডারি নম্বরের জন্য ব্যবহার করেন, তাদের জন্য প্ল্যানটি যে দারুণ বিকল্প তাতে সন্দেহ নেই।

তবে আপনারা যদি আরও বেশি সাশ্রয়ী মূল্যের প্ল্যান চান, তাহলে BSNL-এর ২৯ টাকার প্রিপেইড প্ল্যানটি রিচার্জের জন্য বেছে নিতে পারেন। এটি আনলিমিটেড ভয়েস কল এবং ১ জিবি মোবাইল ডেটা অফার করবে। তবে মনে রাখবেন এর বৈধতা মাত্র ৫ দিন।