১৫০ টাকার কমে BSNL দিচ্ছে রোজ ২ জিবি ডেটা সহ আনলিমিটেড কল, পাবেন ৩০ দিন ভ্যালিডিটি

রিচার্জ প্ল্যান বেছে নেওয়ার সময় গ্রাহকেরা সাধারণত একাধিক বিষয়কে অগ্রাধিকার দিয়ে থাকেন। এক্ষেত্রে ডেটা, কলিং ও এসএমএস সুবিধার পাশাপাশি প্ল্যান ভ্যালিডিটির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। অনেক সময় গ্রাহকরা অপেক্ষাকৃত বেশি ভ্যালিডিটির প্ল্যান বেছে নিতে পছন্দ করেন। কখনো তারাই আবার খোঁজেন কোনো স্বল্পমেয়াদী প্ল্যান। আর এই শেষোক্ত পছন্দের রিচার্জ প্ল্যান সন্ধানকারীদের কথা বিবেচনা করে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL) এমন একাধিক বিকল্প নিয়ে হাজির, যা গ্রাহকের জন্য বেশ সুবিধাজনক হতে পারে। আসুন সংস্থার এই সল্পমেয়াদী প্ল্যান সম্পর্কে জেনে নিই..

৩০ দিনের ভ্যালিডিটি সহ উপলব্ধ ১৪০ টাকার BSNL প্রিপেইড প্ল্যান

স্বল্পমেয়াদী লাভজনক বিএসএনএল প্রিপেইড প্ল্যানের কথা বলতে গেলে এটি গ্রাহকের জন্য সবচেয়ে উপযুক্ত বিকল্প হতে পারে। ৩০ দিনের বৈধতা সহ এই প্ল্যান গ্রাহককে দৈনিক ২ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের ছাড় দেবে। উপরন্তু এখানে গ্রাহক পাবেন সম্পূর্ণ আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। তবে রাষ্ট্রায়ত্ত টেলকোর এই প্ল্যান আপাতত গুজরাটের আরএনএসবিএল (RNSBL) গ্রাহকদের জন্য উপলব্ধ।

স্বল্পমেয়াদী ১৪৭ এবং ১১৮ টাকার BSNL প্রিপেইড প্ল্যান

উপরোক্ত প্ল্যান দুটি পুরো ৩০ দিনের পরিষেবা মেয়াদ সহ বিদ্যমান। এদের মধ্যে আরো একটি সাদৃশ্য হলো এরা উভয়েই কোনোরকম এসএমএস বেনিফিট ছাড়া উপলব্ধ। উল্লেখ্য, ১৪৭ টাকার বিএসএনএল প্রিপেইড প্ল্যান রিচার্জ করলে গ্রাহকেরা পুরো ১০ জিবি ডেটা খরচ করতে পারবেন। একই সাথে থাকবে অফুরন্ত ভয়েস কল করার সুবিধা। এছাড়াও এটি বেছে নিলে গ্রাহকেরা BSNL Tunes পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন। তবে সব মিলিয়ে দেখতে গেলে এসএমএস সুবিধা বর্জিত এই প্ল্যান বেসরকারি টেলিকম সংস্থাগুলির স্বল্পমেয়াদী প্ল্যানগুলির তুলনায় অনেকটাই পিছিয়ে থাকবে।

অন্যদিকে খুব বেশি দৈনিক ডেটা খরচের দরকার না পড়লে বিএসএনএল গ্রাহকেরা ১১৮ প্রিপেইড প্ল্যান রিচার্জ করতে পারেন। এটি গ্রাহক কে দৈনিক ০.৫ জিবি ডেটা খরচ এর সুবিধা যোগাবে। সাথে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং উপভোগের সুযোগ। এছাড়া পিআরবিটি (PRBT) পরিষেবা সহ বিদ্যমান এই বিকল্প বেছে নিলে গ্রাহকরা দৈনিক ডেটা খরচের পর ৪০ কেবিপিএস (Kbps) গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে সীমাবদ্ধতা সত্ত্বেও বাড়ির প্রবীণ সদস্যদের জন্য প্ল্যানটি বেশ সুবিধাজনক হতে পারে বলে আমাদের ধারণা।