BSNL গ্রাহক? এই ৩টি প্ল্যান রিচার্জ করলে পাবেন ২৮ দিনের ভ্যালিডিটিসহ কল, ডেটা ও এসএমএস বেনিফিট

সস্তা অথচ লাভদায়ক রিচার্জ প্ল্যানের কথা বললে সর্বপ্রথম ইউজারদের মাথায় একটাই টেলিকম কোম্পানির নাম আসে, আর সেটি হল রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL (বিএসএনএল)। গত বছরের শেষের দিকে রিচার্জ প্ল্যানের দাম বাড়ার পর Jio, Airtel বা Vi-এর মতো বেসরকারি টেলিকম কোম্পানিগুলির চড়া ট্যারিফ মাশুলের ধাক্কায় ব্যবহারকারীরা যখন নাজেহাল, ঠিক সেই সময়ে সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান অফার করে এখন দেশের অধিকাংশ ইউজারদেরই প্রথম পছন্দ হয়ে উঠেছে সরকারি মালিকানাধীন এই সংস্থাটি। শুধু তাই নয়, অনেকেই এখন বেসরকারি কোম্পানিগুলির হাত ছেড়ে BSNL-এর ছত্রছায়ায় চলে আসছেন।

সেক্ষেত্রে আপনি যদি কোম্পানিটির গ্রাহক হন বা হালফিলে বিএসএনএলে স্যুইচ করার প্ল্যান করে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনার বেশ কাজে আসবে। কারণ আজ আমরা ২০০ টাকার কমে উপলব্ধ সংস্থার সেরা ৩টি সাশ্রয়ী মূল্যের প্রিপেইড রিচার্জ প্ল্যানের কথা আপনাদেরকে জানাতে চলেছি যাতে ২৮ দিনের ভ্যালিডিটিসহ কল, পর্যাপ্ত ডেটা এবং এসএমএস বেনিফিট মিলবে। তাহলে চলুন, আর দেরি না করে প্ল্যানগুলির খুঁটিনাটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

২০০ টাকার কমে উপলব্ধ রয়েছে এই BSNL রিচার্জ প্ল্যানগুলি

BSNL-এর ১৫৩ টাকার প্ল্যান

বিএসএনএলের এই রিচার্জ প্ল্যানে ২৮ দিনের মেয়াদে আনলিমিটেড কল, রোজ ১০০টি করে এসএমএস এবং প্রতিদিন ১ জিবি করে ডেটা পাওয়া যাবে। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৪০ কেবিপিএসে নেমে আসে।

BSNL-এর ১৮৭ টাকার প্ল্যান

এই প্ল্যানটির ভ্যালিডিটি মোট ২৮ দিন। এতে দৈনিক ২ জিবি করে ডেটা, অফুরন্ত ভয়েস কল এবং রোজ ১০০টি করে এসএমএসের সুবিধা পাওয়া যাবে। আর নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে হবে ৪০ কেবিপিএস।

BSNL-এর ১৫১ টাকার প্ল্যান

বিএসএনএলের এই প্ল্যানে ২৮ দিনের মেয়াদে মোট ৪০ জিবি ইন্টারনেট ডেটা ব্যবহারের সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া, এটিতে সম্পূর্ণ নিখরচায় Zing অ্যাপ ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা।