রোজ ২ জিবি ডেটা সহ আনলিমিটেড কল, BSNL ২৫০ টাকার কমে অফার করছে দুর্দান্ত প্রিপেইড প্ল্যান

এই মুহূর্তে ভারতের টেলিকম বাজারে Jio, Airtel, Vi প্রমুখ বেসরকারি টেলিকম অপারেটরদের প্রাধান্যের কথা নতুন করে মনে করিয়ে দেওয়ার দরকার নেই। দেশের অধিকাংশ টেলিকম পরিষেবা…

এই মুহূর্তে ভারতের টেলিকম বাজারে Jio, Airtel, Vi প্রমুখ বেসরকারি টেলিকম অপারেটরদের প্রাধান্যের কথা নতুন করে মনে করিয়ে দেওয়ার দরকার নেই। দেশের অধিকাংশ টেলিকম পরিষেবা ব্যবহারকারী বর্তমানে উপরের তিন সংস্থার কানেকশন ব্যবহার করে থাকেন। যদিও গ্রাহকদের সুবিধা-অসুবিধার দিকে তাকানোর সময় নেই প্রাইভেট টেলকোগুলির! উল্টে প্রায় নিয়মিতভাবেই তারা নিজেদের পরিষেবা মাশুল বাড়িয়ে চলেছে। এর ফলে সমস্যায় পড়ছেন সাধারণ গ্রাহকেরা।

এহেন পরিস্থিতিতে উপভোক্তাদের কাছে অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যের ভরসাযোগ্য টেলিকম পরিষেবা পৌঁছে দিতে পারে রাষ্ট্রায়ত্ত বিএসএনএল (BSNL)। আলোচ্য প্রতিবেদনে আমরা ২৫০ টাকার কম খরচে উপলব্ধ এমন কিছু BSNL রিচার্জ প্ল্যানের কথা উল্লেখ করব, যেগুলি প্রায় সব ধরনের গ্রাহকের জন্য লাভজনক হতে পারে।

২৫০ টাকার কম মূল্যে আগত লাভজনক BSNL প্রিপেইড প্ল্যান

এক্ষেত্রে শুরুতেই ৪৯ টাকা মূল্যের BSNL STV_49 প্ল্যানের কথা বলা যায়। ২৪ দিনের ভ্যালিডিটি সহ এই প্ল্যান গ্রাহকদের মোট ১০০ মিনিট ভয়েস কলিং এবং ২ জিবি ডেটা খরচের সুবিধা দেবে। এরপর ৯৯ টাকার STV_99 প্ল্যান রিচার্জ করলে আলোচ্য টেলকোর গ্রাহকেরা ২২ দিনের বৈধতায় যে কোনও নেটওয়ার্কে অফুরন্ত ভয়েস কল করার সুযোগ পাবেন। আবার Voice_135 প্ল্যান রিচার্জ করলে একজন বিএসএনএল গ্রাহক পাবেন ২৪ দিনের পরিষেবা মেয়াদে সর্বমোট ১৪৪০ মিনিট ভয়েস কল করার সুযোগ। উপরের বিকল্পগুলি সাশ্রয়ী মূল্যে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য জনপ্রিয়।

উপরোক্ত প্ল্যানগুলির কথা সরিয়ে রাখলে বিএসএনএল গ্রাহকেরা STV_118 এবং STV_147 প্ল্যান রিচার্জের সুযোগ পাবেন, যাদের বাজারমূল্য যথাক্রমে ১১৮ এবং ১৪৭ টাকা। এদের মধ্যে প্রথম বিকল্পটি বেছে নিলে ২৬ দিনের ভ্যালিডিটিতে রোজ ০.৫ জিবি ডেটা খরচ এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের ছাড়পত্র মিলবে। আবার দ্বিতীয় প্ল্যান রিচার্জ করলে ৩০ দিনের পরিষেবা মেয়াদে সীমাহীন ভয়েস কলিং সহ মোট ১০ জিবি ডেটা খরচ করা যাবে।

এছাড়াও STV_185 এবং STV_187 প্ল্যান বেছে নিতে হলে গ্রাহকদের যথাক্রমে ১৮৫ ও ১৮৭ টাকা খরচ করতে হবে। দুটি প্ল্যানই প্রতিদিন ১০০ এসএমএস এবং অফুরন্ত ভয়েস কল করার সুবিধা দেবে। তবে ডেটা সুবিধার ক্ষেত্রে ১৮৫ টাকার প্ল্যান দৈনিক ১ জিবি এবং ১৮৭ টাকার প্ল্যান দৈনিক ২ জিবি ডেটা খরচের অনুমতি প্রদান করবে।

পরিশেষে ২৫০ টাকার কম খরচে উপলব্ধ BSNL STV_247 প্ল্যানের কথা বলতে হয়। এটি ৩০ দিনের ভ্যালিডিটিতে রোজ ১০০ এসএমএস, আনলিমিটেড ভয়েস কলিং ছাড়াও মোট ৫০ জিবি ডেটা খরচ করার সুবিধা দেবে। উপরন্তু ২৪৭ টাকা খরচের বদলে রিচার্জযোগ্য এই প্ল্যান Eros Now ওটিটি কন্টেন্ট অ্যাক্সেসের সাথে বিনামূল্যে BSNL Tunes সাবস্ক্রিপশন প্রদান করবে।