ঘরে বসেই পশ্চিমবঙ্গের যেকোনো জায়গার বাস টিকিট বুক করার সুবিধা আনল Paytm

Paytm মারফত সর্বনিম্ন মূল্যে বাসের টিকিট বুক করতে পারবেন ইউজাররা

আপনি যদি প্রায়শই বাসে করে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকেন, তাহলে এখন আর আপনাকে নগদ টাকা খরচা করে টিকিট কেনার জন্য ঝামেলা পোহাতে হবে না। কারণ এখন আপনি Paytm মারফতই বাসের টিকিট কিনতে পারবেন। সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় পেমেন্ট ও ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি তথা কিউআর (QR) এবং মোবাইল পেমেন্ট সিস্টেমের অগ্রদূত Paytm-এর পেরেন্ট কোম্পানি ওয়ান৯৭ কমিউনিকেশনস লিমিটেড (One97 Communications Limited) বা ওসিএল (OCL) অনলাইন বাসের টিকিট বুকিংয়ের জন্য ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড (West Bengal Transport Corporation Ltd) বা ডাব্লুবিটিসিএল (WBTCL)-এর সাথে অংশীদারিত্বের কথা ঘোষণা করেছে। এর সুবাদে এখন Paytm মারফত ব্যবহারকারীরা উক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন সংস্থাটির বাসের টিকিট অতি অনায়াসে বুক করতে পারবেন।

Paytm ব্যবহার করে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এসি এবং নন-এসি উভয় বাসের টিকিট বুক করা যাবে

উল্লেখ্য যে, আলোচ্য অংশীদারিত্বের সৌজন্যে পেটিএম তার ব্যবহারকারীদেরকে সম্প্রতি ডাব্লুবিটিসিএল দ্বারা পরিচালিত এসি এবং নন-এসি উভয় বাসের ৪০ টি রুটে অনলাইনে টিকিট বুক করার সুযোগ করে দিয়েছে। এই অ্যাপের মাধ্যমে এখন কলকাতা, দিঘা, বারাসাত, হলদিয়া, পুরুলিয়া, দুর্গাপুর, হাবড়া, আসানসোল, বোলপুর, মায়াপুর এবং মালদার মতো বড়ো শহরগুলির জন্য ডাব্লুবিটিসিএল বাসের টিকিট বুক করা যাবে। ফলে যাদেরকে প্রতিনিয়ত বাসে করে এদিক-ওদিক যাতায়াত করতে হয়, তারা এই পরিষেবার দৌলতে নিঃসন্দেহে ব্যাপকভাবে উপকৃত হবেন।

Paytm মারফত সর্বনিম্ন মূল্যে বাসের টিকিট বুক করতে পারবেন ইউজাররা

প্রসঙ্গত জানিয়ে রাখি, অতি সহজে বাসের টিকিট বুক করতে ব্যবহারকারীদেরকে সহায়তা করার জন্য পেটিএম ডাব্লুবিটিসিএল সহ ১১ টি রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন সংস্থার সাথে অংশীদারিত্ব করেছে। উল্লেখ্য যে, কলকাতা ছাড়াও অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, গুজরাট, রাজস্থান সহ আরও অনেক রাজ্যে এই পরিষেবা পাওয়া যায়। ফলে আপনি যদি বাসের টিকিট বুক করার জন্য পেটিএম ব্যবহার করেন, তবে আপনি ২,৫০০ বাস অপারেটরের মধ্যে সর্বনিম্ন মূল্যের নিশ্চয়তা পাবেন।

প্রয়োজনে সম্পূর্ণ বিনামূল্যে বাসের টিকিট বাতিল করারও সুযোগ মিলবে

উল্লেখ্য, আপনি পেটিএম ইউপিআই, পেটিএম ওয়ালেট, নেটব্যাঙ্কিং, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মতো বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে আপনার টিকিটের জন্য অর্থ প্রদান করতে পারেন। আবার, আপনি যদি প্রোমো কোড “BESTPRICE” ব্যবহার করে আপনার টিকিট বুক করেন, তবে আপনি ১০০ টাকা পর্যন্ত ফ্ল্যাট ২০ শতাংশ ক্যাশব্যাকও পেয়ে যাবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, পেটিএম অ্যাপের মাধ্যমে শুধু যে সহজে বাসের টিকিট বুক করা যাবে তাই নয়, প্রয়োজনে যাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের টিকিট বাতিল করতেও সক্ষম হবেন। এছাড়া, এই অ্যাপটি ভ্রমণ বীমাও সরবরাহ করে। ফলে নির্দ্বিধায় কোথাও বেড়াতে যেতে চাইলে ইউজাররা অনায়াসে এই অ্যাপটি ব্যবহার করার কথা ভেবে দেখতে পারেন। তদুপরি, সংস্থাটি টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সেরা ডিল এবং ডিসকাউন্ট অফার করে।