ইলেকট্রিক ছাড়াই হবে জল গরম, ৭ বছরের ওয়ারেন্টির সাথে কিনে ফেলুন Havells Water Heater

বলতে গেলে এখন দেশের অধিকাংশ জায়গাতেই হাজির হয়েছে শীতের মরসুম। প্রতিদিনই একটু একটু করে তাপমাত্রার পারদ কমছে; অন্যদিকে ফ্যান-এসির সুইচ অফ করে অনেকে লেপ, কাঁথা ইত্যাদির সঙ্গে সখ্যতা বাড়াচ্ছেন। এমতাবস্থায় স্নান করা, থালা-বাসন ধোয়াসহ নানা ধরনের দৈনন্দিন কাজের জন্য প্রয়োজন হচ্ছে গরম জলের। ফলত এখন ওয়াটার হিটার কেনার প্রবণতাও বেশ বেড়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে, ওয়াটার হিটার চালানো মানেই বেশি বিদ্যুৎ খরচ এবং মোটা টাকা বিল গোনা। এই পরিস্থিতিতে যদি ওয়াটার হিটার কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে কী করবেন? সেক্ষেত্রে বলি, বাজারে এমন ওয়াটার হিটারও উপলব্ধ আছে যা দিনরাত চালানো হলেও এক টাকা ইলেকট্রিক বিল আসবেনা। হ্যাঁ, Havells Solero Prime Water Heater-এর সৌজন্যে এমনটাও সম্ভব। আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেই।

রান্নাঘর, বাথরুম ইত্যাদি সমস্ত জায়গাতেই ব্যবহার করা যাবে Havells-এর হিটার

শুরুতেই বলে রাখি, হ্যাভেলস সোলেরো প্রাইম ওয়াটার হিটার একটি সোলার হিটার যা বাথরুম এবং রান্নাঘর উভয় জায়গাতেই ইনস্টল করা যেতে পারে। এক্ষেত্রে ১০০ লিটার ক্ষমতাসম্পন্ন হিটারের একটি ইউনিট ছাদে রাখতে হয়, আর দ্বিতীয় ইউনিটটি ইনস্টল করতে হয় রান্নাঘর বা বাথরুমে। এরপর সেই গরম জল দিনরাত বাসনপত্র ধোয়া, স্নান করার মত কাজে ব্যবহার করা যেতে পারে।

এই প্রসঙ্গে বলে রাখি, হ্যাভেলসের সোলার হিটারের ট্যাঙ্কটি বিশেষ উপাদান দিয়ে তৈরি যার কারণে রাতে কম তাপমাত্রা থাকা সত্ত্বেও এতে থাকা জল ঠান্ডা হয় না। এর ভিতরে স্টিলের ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে এবং বাইরে রয়েছে ভিট্রিয়াস এনামেল আবরণ। হিটারটির সবচেয়ে বড় ফায়দা হল যে এতে এক টাকাও বিদ্যুৎ বিল আসবেনা।

পাওয়া যাবে ৭ বছরের ওয়ারেন্টি

হ্যাভেলস সোলেরো প্রাইম ওয়াটার হিটারের দাম ৩০,৪৯০ টাকা। তবে দাম একটু বেশি হলেও এর সুবিধা প্রচুর। একবারের খরচে আপনারা অনেকটাই সাশ্রয় করতে পারবেন। তাছাড়া মজার ব্যাপার হল যে, ইন্টার ট্যাঙ্কে ৭ বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে, হ্যাভেলস সোলেরো প্রাইম ওয়াটার হিটার কোথা থেকে কিনবেন? সেক্ষেত্রে বলি, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি কেনা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *