ঘরের আলো থেকেই দূর হবে ঠান্ডা, গাঁটের ব্যথা! ১,০০০ টাকায় কিনুন Heater Bulb

দেখতে দেখতে অবশেষে চলতি বছর শেষের মুখে এসে দাঁড়িয়েছে; ঋতুচক্রের স্বাভাবিক নিয়ম অনুযায়ী হাজির হয়েছে শীত বা ঠান্ডার মরসুমও। সবমিলিয়ে চাদর-সোয়েটার, গরম জল ইত্যাদিতে এখন…

দেখতে দেখতে অবশেষে চলতি বছর শেষের মুখে এসে দাঁড়িয়েছে; ঋতুচক্রের স্বাভাবিক নিয়ম অনুযায়ী হাজির হয়েছে শীত বা ঠান্ডার মরসুমও। সবমিলিয়ে চাদর-সোয়েটার, গরম জল ইত্যাদিতে এখন একটু উষ্ণতা খুঁজছেন সকলেই। সেক্ষেত্রে আপনি যদি এবারের শীতে নিজের ঘর গরম রাখার জন্য একটি হিটার জাতীয় ইলেকট্রনিক্স কেনার কথা ভাবেন, তাহলে একটু দাঁড়ান! আসলে বর্তমানে বাজারে এমনও অনেক প্রোডাক্ট আছে যার থেকে শুধু উষ্ণতা নয়, তার সাথে আরো অনেক সুবিধা পাওয়া যাবে। হ্যাঁ, ঠিকই বলছি! এখন আপনি চাইলেই Amazon India শপিং প্ল্যাটফর্ম থেকে হিটার বাল্ব (Heater Bulb) বা হিট থেরাপি ল্যাম্প কিনতে পারেন যা আপনার ঘর তো গরম রাখবেই, তার সাথে সেটি খানিকটা চিকিৎসারও কাজে আসবে। মজার ব্যাপার হল যে এই বিশেষ ধরণের ‘আলো’ কিনতে আপনার খুব বেশি খরচও হবেনা।

মাত্র ১,০০০ টাকা দিয়ে Amazon থেকে কিনুন এই চমৎকার বাল্বগুলি

১. Murphy Infrared Heat Therapy Lamp: এই বিশেষ হিট থেরাপি ল্যাম্পের দাম এমনিতে ২,২৯৫ টাকা, তবে অ্যামাজনে এটি এখন ৪৮% ছাড়ে ১,১৯৫ টাকায় বিক্রি হচ্ছে৷ যদিও আগ্রহীরা এটি আরো সস্তায় কিনে ফেলতে পারেন, কারণ এতে অনেক ব্যাঙ্কের অফার উপলব্ধ। যেমন, আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ল্যাম্পটি কিনলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে, ফলত সমস্ত অফার মিলিয়ে ল্যাম্পটি ১,০০০ টাকায় ঘরে আনা যেতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই হিট থেরাপি ল্যাম্পটিকে ঘর গরম করার সাথে সাথে জয়েন্টের বা গাঁটের ব্যথা নিরাময়ের জন্যেও কাজে লাগানো যেতে পারে। তাছাড়াও ক্ষত, সংক্রমণের ক্ষেত্রেও আপনারা এটি ব্যবহার করতে পারেন।

২. Beurer IL11 Infrared Lamp: এই ইনফ্রারেড ল্যাম্পটিও উল্লিখিত সমস্ত সুবিধা প্রদানের একটি ভালো বিকল্প। এতে পাঁচটি টিল্ট পজিশন দেওয়া হয়েছে, অন্যদিকে এটি ১০০ ওয়াট পাওয়ারে কাজ করবে। দামের কথা বললে ল্যাম্পটি এখন ২,৪৯০ টাকার বদলে ১,৪৩৯ টাকায় কেনা যাবে। সেক্ষেত্রে কোম্পানি ক্রেতাদের এই প্রোডাক্টটির ওপর ৩ বছরের ওয়ারেন্টি দেবে।