Samsung Galaxy A03s সস্তায় ট্রিপল রিয়ার ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসছে

Samsung গত বছর নভেম্বরে Galaxy A02S লঞ্চ করেছিল। এরপর ফোনটি ভারতে Samsung Galaxy M02s নামে আসে। তবে মনে হচ্ছে দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি এখন এই ফোনের আপগ্রেড ভার্সনের ওপর কাজ করছে। আসলে সম্প্রতি Samsung Galaxy A03s এর রেন্ডার ফাঁস হয়েছে। জানা গেছে এই ফোনে, ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ আরও অনেক আকর্ষণীয় ফিচার থাকবে। আসুন Samsung Galaxy A03s সম্পর্কে কি কি তথ্য উঠে এল জেনে নেওয়া যাক।

টিপস্টার, OnLeaks, 91mobiles এর সাথে হাত মিলিয়ে Samsung Galaxy A03s এর রেন্ডার সামনে এনেছেন। রেন্ডার অনুযায়ী, এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে। প্রসঙ্গত গত বছরে লঞ্চ Samsung Galaxy A02s ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল না এবং এতে মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া হয়েছিল।

রেন্ডার থেকে আরও জানা গেছে, Samsung Galaxy A03s ফোনের সামনে দেখা যাবে 6.5 ইঞ্চি ডিসপ্লে। এর ডিজাইন ওয়াটার ড্রপ নচ, এর মধ্যে সেলফি ক্যামেরা থাকবে। সম্ভবত এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হবে। আবার ফোনের ডিসপ্লের নিচে হালকা বেজেল দেখা গেছে। পাওয়ার বাটন থাকবে ফোনের ডান পাশে।

অন্যদিকে ফোনটির পিছনে আয়তোকার ক্যামেরা সেটআপ লক্ষ্য করা গেছে। এর মধ্যে তিনটি ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ বর্তমান। তিনটি ক্যামেরার মধ্যে প্রাইমারি সেন্সর হতে পারে 13 মেগাপিক্সেল। আবার বাকি দুটি ক্যামেরা হবে 2 মেগাপিক্সেল সেন্সর। ফোনটি 3.5mm অডিও জ্যাক সহ আসবে। এর ডাইমেনশন হবে 166.6 x 75.9 x 9.1mm। আশা করা যায় Samsung Galaxy A03s ফোনটি 10,000 টাকার কমে লঞ্চ হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন