Emergency Kit: সস্তায় ঘরে আনুন এই জিনিসটি, ইলেকট্রিক বা পাওয়ার ব্যাংক ছাড়াই হবে ফোন চার্জ

পাওয়ার কাট বা বিদ্যুৎ না থাকার সমস্যা আজও ভারতের বহু জায়গার জন্য বড় সমস্যা। হ্যাঁ! প্রযুক্তি, সময় – সমস্ত কিছুই এগিয়ে চললেও, কারণে-অকারণে ঘণ্টার পর ঘণ্টা কারেন্ট কানেকশন না থাকার জ্বালা এই ২০২৩ সালেও মেটেনি। বিশেষ করে সরকারি বিদ্যুৎ সংযোগবিশিষ্ট এলাকা বা গ্রামাঞ্চলে এই ধরণের সমস্যা বেশি। স্বাভাবিকভাবেই আজকের দিনে ইলেকট্রিসিটি না থাকলে বহু মুশকিলে পড়তে হয়; বিদ্যুৎ সংযোগ ছাড়া আলো-পাখা থেকে শুরু করে বিভিন্ন অ্যাপ্লায়েন্স তো চলে না-ই, তার সাথে আমাদের প্রাণভোমরা স্মার্টফোনটিকে চার্জ দিতেও বেশ বেগ পেতে হয়। সেক্ষেত্রে আপনিও যদি এই ধরণের সমস্যায় থাকেন, তাহলে ঝামেলা এড়াতে সোলার এমার্জেন্সি (Solar Emergency) কিট কিনে ব্যবহার করতে পারেন। আসলে সৌর বিদ্যুৎ চালিত এই বিশেষ সিস্টেমের সাহায্যে বিদ্যুৎ ছাড়াই মোবাইল ফোন চার্জ করা যাবে। এছাড়াও এর মাধ্যমে পাওয়ার ব্যাংক চার্জ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস চালানো, ঘরের লাইট জ্বালানোর মত সুবিধা মিলবে।

Solar Emergency Kit-এর দাম

সোলার এমার্জেন্সি কিট ব্যবহার করতে আপনাদের খুব বেশি খরচ করতে হবে না। এই ধরণের কিটের দাম শুরু হয় ২৯৯ টাকা থেকে, যেখানে সর্বোচ্চ ১০,০০০ টাকা খরচ হয়। অফলাইন মার্কেট বা খোলা বাজারে এগুলি সস্তায় পাওয়া যায়। তবে ই-কমার্স প্ল্যাটফর্মে সোলার মোবাইল চার্জারের দাম বেশি হতে পারে।

Solar Emergency Kit-এর বিশেষত্ব:

সৌরবিদ্যুৎ চালিত কিটের সবচেয়ে ভালো বিষয় হল এটি পোর্টেবল মানে যেকোনো জায়গায় বহন করা যায়। আপনার এলাকায় পাওয়ার কাটের সমস্যা থাকলে বা আপনি পাহাড় বা বিদ্যুৎহীন কোনো স্থানে গেলে, সেখানে এটি ব্যবহার করতে পারেন – বিশেষ করে মোবাইল চার্জের জন্য।

মোবাইল চার্জের জন্য কিনতে পারেন এই দুটি Solar Emergency Kit

আপনি যদি সোলার এমার্জেন্সি কিট কিনে প্রয়োজনের সময় মোবাইল চার্জ করতে চান, তাহলে আপনার জন্য আজ রয়েছে দুটি সেরা বিকল্পের সন্ধান। এক্ষেত্রে আপনারা চাইলে electroprime 6V 4.2W Solar Power Charger কিনতে পারেন। নচেৎ কেনার জন্য বেছে নিতে পারেন ESPtronics Solar Panel Mobile Charger Kit। এই দুটি সোলার মোবাইল চার্জারই দ্রুত মোবাইল চার্জের সুবিধা দেবে।