পাবজি মোবাইল কে হারিয়ে শীর্ষে চলে গেল কল অফ ডিউটি মোবাইল

বেশ কিছুদিন ধরেই PUBG Mobile ছিল স্মার্টফোন গেমের তালিকার সবথেকে জনপ্রিয় গেম। এছাড়াও এই গেমটি সব থেকে বেশি ডাউনলোড হওয়া গেমের তালিকার এক নম্বরে ছিল। কিন্তু বর্তমানে অন্য একটি গেম পাবজিকে পিছনে ফেলে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া গেমের তালিকার শীর্ষে চলে এল। এই গেমটি নাম Call of Duty: Mobile।

রিলিজ হবার সময় থেকেই এই গেমটির প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি ছিল। এটি এককালীন অত্যন্ত জনপ্রিয় কম্পিউটার গেম হওয়ার সুবাদে, মোবাইল গেমের জগতেও অন্যতম হয়ে উঠতে শুরু করে। সম্প্রতি, রিলিজ হবার ২৬৫ দিনের মধ্যেই কল অফ ডিউটি মোবাইল ২৫০ মিলিয়ন ডাউনলোড সংখ্যা ছাড়িয়ে গিয়েছে। যেখানে পাবজি মোবাইলের ডাউনলোড সংখ্যা ছিল ২৩৬ মিলিয়ন এবং ফোর্টনাইটের মাত্র ৭৮ মিলিয়ন।

আপনাকে জানিয়ে রাখি পাবজি মোবাইলের ডেভলপার কোম্পানি টেন্সেন্ট গেমস, তারা নিজেই এই গেমটিকে ডিস্ট্রিবিউট করে। অন্যদিকে কল অফ ডিউটি মোবাইল গেমটি ডেভেলপ করেছে টেন্সেন্ট গেমস: টিমি স্টুডিওস এবং এই গেমটির ডিস্ট্রিবিউটর অ্যাক্টিভিশন ব্লিজ্জার্ড।

এখনো অব্দি কল অফ ডিউটি মোবাইলে প্লেয়াররা সারাবিশ্বে সর্বমোট ২৩৭ মিলিয়ন ডলার খরচ করেছে, যেখানে পাবজি মোবাইলে খরচের পরিমাণ ৭৮% কম। ফেব্রুয়ারি মাসের পর থেকে খেলোয়াড়দের খরচে একটা ঊর্ধ্বমুখী গ্রাফ দেখা গিয়েছে যা মে মাসে ৫৩ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আসলে করোনা ভাইরাসের কারণে হওয়া লকডাউনের ফলে খেলোয়াড়রা বর্তমানে বাড়িতে থাকায় খেলোয়াড়দের খরচের পরিমাণও বাড়ছে।

রেভেনিউ এর দিক থেকে কল‌ অফ ডিউটিকে সবচেয়ে বেশি আয় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যার পরিমাণ ১৪১ মিলিয়ন মার্কিন ডলার। এই সংখ্যাটি সম্পূর্ণ রেভিনিউয়ের ৪১%। অন্যদিকে রেভেনিউ-র তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জাপান এবং তৃতীয় স্থানে ব্রাজিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *