PUC: গাড়ির ধোঁয়া পরীক্ষা করেননি? এখানে ১০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের জেল হতে পারে

টু-হুইলার অথবা ফোর-হুইলার গাড়ির পলিউশন সার্টিফিকেট (Pollution Certificate) রয়েছে তো? না থাকলেই চোকাতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। শুধু তাই নয়, ভাগ্য খারাপ থাকলে ছয় মাসের ‘শ্রীঘর বাস’-ও উপরি পাওনা হিসেবে জুটতে পারে। হ্যাঁ, সম্প্রতি এমনই কড়া পদক্ষেপের কথা জানিয়েছে দিল্লি সরকার। ইতিমধ্যেই জোরকদমে নাকা চেকিং চালু হয়ে গেছে সেই রাজ্যে। ঘোষণা করা হয়েছে, রাজ্যের জীবাশ্ম জ্বালানি চালিত যেকোনো যানবাহনের যদি বৈধ পলিউশন আন্ডার কন্ট্রোল (Pollution Under Control) বা পিইউসি শংসাপত্র না থাকে, তবে সর্বোচ্চ ১০,০০০ টাকার জরিমানা, সাথে ৬ মাসের জেলও হতে পারে।

এই ঘোষণার ফলে ইতিমধ্যেই টনক নড়েছে রাজ্যের বহু চালকের। কারণ গত অক্টোবর মাসেই ৫০,০০০ যানবাহনের ওপর নাকা চেকিং চালিয়ে ৫,৬০০-রও অধিক চালান কেটেছে সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসন। এখন প্রশ্ন উঠতেই পারে হঠাৎ কেন এত কড়াকড়ি? সে ক্ষেত্রে জানিয়ে রাখি, প্রতিবছর এই সময়ে দিল্লির বায়ুতে দূষণের পরিমাণ থাকে সর্বাধিক। কারণ দিওয়ালির জন্য কমবেশি বাজি পোড়ানো হয় সব রাজ্যেই। দিল্লিতেও তার অন্যথা নয়। শিল্প তালুকগুলির নির্গত বিষাক্ত কালো ধোঁয়া, ক্রমশ বেড়ে চলা যানবাহনের ধোঁয়া এবং অতিরিক্ত পাওনা বাজির ধোঁয়া, সবকিছু মিলিয়ে এই সময় রাজ্যের পরিবেশ দূষণের মাত্রা বিপদসীমাও লঙ্ঘন করে যায়। কয়েক বছর ধরেই এই একই ঘটনার সাক্ষী থাকছেন দিল্লির নগরবাসী। যদিও এই পরিবেশ দূষণের মুখ্য কারণ হিসেবে উত্তরোত্তর বেড়ে চলা যানবাহনের থেকে নির্গত কালো ধোঁয়াকেই দায়ী করেছেন পরিবেশবিদরা। তার জেরেই এবছর এত কঠোর হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার।

সম্প্রতি জারি করা নোটিশে এও বলা হয়েছে, যে সমস্ত গাড়ির চালক এই শর্তটি মানবেন না তাঁদের ড্রাইভিং লাইসেন্স তিন মাসের জন্য অকার্যকর করা হবে। একজন সরকারি আধিকারিক এই প্রসঙ্গে বলেছেন, “এই নিয়মটি এখন চালু থাকলেও এর প্রয়োগে কিছুটা শ্লথ গতিতে এগোচ্ছে প্রশাসন, কারণ বেশিরভাগ মানুষই এখনও এ বিষয়ে জানেন না।” একইসাথে তিনি এও বলেছেন, “এর ফলে কেবলমাত্র ট্রাফিক আদালতগুলিতে ভিড় বাড়বে। রবিবারে নোটিস দেওয়ার পর তা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে সেই ব্যবস্থা আরো দ্রুত করা উচিত।”

প্রসঙ্গত দিল্লিতে বর্তমানে ৯৬৬টি অথোরাইজড পলিউশন নিরীক্ষণ কেন্দ্র রয়েছে, যেখানে গিয়ে যেকোনো চালক তাঁর গাড়ির পলিউশন টেস্ট করাতে পারেন। এই পিইউসি এর বৈধতা তিন মাস থেকে এক বছর পর্যন্ত হয়ে থাকে। পেট্রোল এবং সিএনজি চালিত দু’চাকা এবং তিন চাকা গাড়িগুলির জন্য দিতে হয় ৬০ টাকা। চার চাকা গাড়ি গাড়ির ক্ষেত্রে এই চার্জ ৮০ টাকা। অন্যদিকে ডিজেল চালিত চার চাকা গাড়ির জন্য দিল্লিতে এর খরচ ১০০ টাকা।