লঞ্চ হল বিশ্বের প্রথম কার্বন ফাইবারের ফোন Carbon 1 MK II, জেনে নিন দাম ও ফিচার

অত্যন্ত শক্তিশালী, কম ওজন, উচ্চ তাপমাত্রা সহনশীলতা, কম তাপীয় প্রসারণ সহ একাধিক গুণের কারণে এরোস্পেস, সিভিল ইঞ্জিনিয়ারিং, মিলিটারি, মোটোরস্পোর্টস সহ বিভিন্ন ক্ষেত্রে কার্বন ফাইবার অত্যন্ত জনপ্রিয়। স্মার্টফোনেও একসময় কার্বন ফাইবার (Carbon Fiber) দেখা গেলেও তা ব্যবহার হত খুব সীমিত পরিমানে। যদিও তুলনামূলকভাবে ব্যয়বহুল আবার অত্যন্ত উপযোগী এই কার্বন ফাইবার রেডিও অয়েভ বা রেডিও তরঙ্গকে অবরুদ্ধ করে দেয়৷ ফলে কার্বন ফাইবার দিয়ে সম্পূর্ন ভাবে স্মার্টফোন বানানো বেশ অসম্ভব ব্যাপার মনে হতো। তবে এই অসম্ভবকে সম্ভব করে জার্মান স্মার্টফোন ব্র্যান্ড Carbon Mobile (কার্বন মোবাইল), পৃথিবীর প্রথম কার্বন ফাইবার (Carbon Fiber) বডির স্মার্টফোন Carbon 1 MK II লঞ্চ করেছে।

আগেই বলেছি, রেডিও সিগন্যাল ব্লক করার সমস্যা ফোনে উপাদানটি ব্যবহারের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। তবে Carbon Mobile জটিল সমস্যাটির সমাধান করে ডিভাইসটি বানাতে সক্ষম হয়েছে। Carbon 1 MK II-র কোনও অভ্যন্তরীন ফ্রেম নেই এবং তাই ফোনটির সমস্ত কম্পোনেন্টসগুলি কার্বন ফাইবারের সাথে যুক্ত থাকে। যা একে করে তুলেছে অত্যন্ত হালকা, পাতলা, এবং টেকসই। ফোনটির ওজন মাত্র ১২৫ গ্রাম এবং ৬.৯ মিমি সরু।

রিপোর্ট থেকে জানা গেছে যে, কার্বন ফাইবার যাতে রেডিও সিগন্যাল না আটকাতে পারে তা সুনিশ্চিত করার জন্য জার্মানিতে কার্বন মোবাইলের একটি দল ৪ বছর ধরে নিরলস কাজ করে প্রোপ্রাইটেরি HyRECM (Hybrid Radio Enabled Composite Material) প্রযুক্তির বিকাশ করেছে। এই প্রযুক্তিতে জার্মানি থেকেই আনা একটি যৌগিক উপাদানের সাথে উচ্চমানের কার্বন ফাইবার ব্যবহার করা হয় যা ফোনের মধ্যে রেডিও তরঙ্গকে সহজেই যেতে দেয়। ২০১৭ সালে এমনই একটি শেল (shell) বানাতে Carbon Mobile ৩ ঘন্টা সময় নিত। তবে এখন সেই প্রক্রিয়াতে বিভিন্ন অপ্টিমাইজেশনের জন্য একটি শেল ৩০ মিনিটেই তৈরি করা সম্ভব হচ্ছে। স্মার্টফোনটিতে ৫ শতাংশের কম প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং ডিসঅ্যাসেম্বেল করার মাধ্যমে সেটি কাঁচামালেও রূপান্তরিত করা যাবে।

https://youtu.be/j17EFBXaEec

Carbon 1 MK II কার্বন ফাইবার ফোনের স্পেসিফিকেশন

স্পেসিফিকেশনের কথা বললে এই ফোনটিতে আছে ৬.০১-ইঞ্চি ফুল-এইচডি প্লাস (১০৮০x১৯২০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে। এর আসপেক্ট রেশিও ১৮:৯ এবং ওপরে রয়েছে শক্তিশালী কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন। ফোনে মিডিয়াটেক হেলিও  পি৯০ প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং সঙ্গে আছে ৮ জিবি LPDDR4X র‌্যাম এবং ২৫৬ জিবি UFS 2.1 ইন্টারনাল স্টোরেজ। ফোনটি চলে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৩,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যা ৩০ মিনিটেই ৫০ শতাংশ চার্জ হতে সক্ষম।

ফটোগ্রাফির জন্য ফোনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা মডিউল। যার দুটি সেন্সরই ১৬ মেগাপিক্সেল৷ সেলফি ও ভিডিও কলের জন্য আছে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। এছাড়া ফোনটি ৪জি, ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.০, জিপিএস, এনএফসি, এবং টাইপ-সি পোর্ট সাপোর্ট করে।

Carbon 1 MK II কার্বন ফাইবার ফোনের দাম এবং লভ্যতা

কার্বন ১ এমকে II কোম্পানির ওয়েবসাইট থেকে এখন প্রি-অর্ডার করা যাচ্ছে। ফোনটির দাম রাখা হয়েছে ৭৯৯ ইউরো (প্রায় ৭০,৫০০টাকা। Carbon 1 MK II এই মুহুর্তে শুধুমাত্র জার্মানিতেই উপলব্ধ।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন