SIM নিয়ে নতুন নিয়ম জারি করল কেন্দ্র সরকার, না মানলে দিতে হবে 10 লাখ টাকা জরিমানা
ভারতে ভুয়ো সিম ব্যবহার করে জালিয়াতির ঘটনা ক্রমশ বাড়ছে। সাম্প্রতিক রিপোর্টে ধরা পড়েছে যে, দেশে গড়ে একজন ব্যক্তির একক...ভারতে ভুয়ো সিম ব্যবহার করে জালিয়াতির ঘটনা ক্রমশ বাড়ছে। সাম্প্রতিক রিপোর্টে ধরা পড়েছে যে, দেশে গড়ে একজন ব্যক্তির একক আধার নম্বর ব্যবহার করে শতাধিক মোবাইল কানেকশন বা সিম চালানো হচ্ছে। এমতাবস্থায় জালিয়াতি ঠেকাতে কেন্দ্র সরকার, সিম কার্ড বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে। গতকাল মানে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়েই কথা বলেছেন। তাঁর বক্তব্য, সরকার, প্রতারণামূলক ক্রিয়াকলাপ রুখতে সিম কার্ড ডিলারদের (SIM Dealer) জন্য পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া বাধ্যতামূলক করেছে। পাশাপাশি বন্ধ করা হয়েছে বাল্ক কানেকশনের ব্যবস্থাও। এমনকি সরকার, ৬৭ হাজার ডিলারকে 'ব্ল্যাকলিস্ট' (black list) অর্থাৎ কালো তালিকাভুক্ত করেছে।
সরকারি নিয়ম ভাঙলেই ১০ লাখের জরিমানা
অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন যে, এখন তাঁরা জালিয়াতি ঠেকাতে সিম ডিলারদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করেছেন। এক্ষেত্রে নিয়ম লঙ্ঘনকারী ডিলারদের ১০ লাখ টাকা জরিমানা করা হবে। যদিও দেশের লাখ লাখ ডিলারকে পুলিশ ভেরিফিকেশনের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে, সেই ডেড লাইনের মধ্যেই সেরে ফেলতে হবে সমস্ত কাজ।
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন যে, ডিওটি (DoT) বা ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন বাল্ক কানেকশন সংক্রান্ত পুরোনো প্রবিধানও বন্ধ করেছে, এর পরিবর্তে ব্যবসায়িক সংযোগগুলির জন্য নতুন কিছু করা হবে। অন্যদিকে ব্যবসায়িক সত্ত্বা বা সিম গ্রহণকারী স্বতন্ত্র ব্যক্তির কেওয়াইসিও করা হবে বলে তিনি জানিয়েছেন।
৬৭ হাজার সিম ডিলার এখন সরকারের ব্ল্যাকলিস্টে
মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সরকার, ৫২ লাখ মোবাইল কানেকশন ইতিমধ্যেই বিচ্ছিন্ন করেছে। তাছাড়া যেমনটা শুরুতেই বলেছি, সম্প্রতি ৬৭,০০০ ডিলারকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে, কারণ ২০২৩ সালের মে মাস থেকে সিম কার্ড ডিলারদের বিরুদ্ধে ৩০০টি এফআইআর (FIR) দায়ের হয়েছে। এছাড়াও তিনি বলেছেন যে, হোয়াটসঅ্যাপ (WhatsApp), স্বয়ংক্রিয়ভাবে প্রায় ৬৬,০০০ অ্যাকাউন্ট ব্লক করেছে। এগুলি নাকি প্রতারণামূলক কার্যকলাপের সাথে জড়িত ছিল।