কোন প্রোডাক্ট কোথায় তৈরী না জানানোয় Amazon কে ২৫ হাজার টাকা জরিমানা

গতমাসে ভারতের দুই বৃহত্তম ই-কমার্স সাইট Amazon ও Flipkart-কে প্রোডাক্ট সম্পর্কিত বিভিন্ন তথ্য লুকানোর জন্য নোটিশ পাঠিয়েছিল সরকার। দুই সংস্থার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা…

গতমাসে ভারতের দুই বৃহত্তম ই-কমার্স সাইট Amazon ও Flipkart-কে প্রোডাক্ট সম্পর্কিত বিভিন্ন তথ্য লুকানোর জন্য নোটিশ পাঠিয়েছিল সরকার। দুই সংস্থার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা প্রোডাক্টের অরিজিন (কোন প্রোডাক্ট কোথায় তৈরী), প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্ট বিক্রি প্রভৃতি তথ্য গোপন করছে। যার পরে আজ অ্যামাজনকে ২৫,০০০ টাকা জরিমানা করা হল। বিগত মাসে নোটিশ পাঠানোর সময় কেন্দ্র সরকার সংশ্লিষ্ট রাজ্যগুলিকেও নির্দেশ দিয়েছিল, প্রতি রাজ্যে ই-কমার্স সাইটগুলি সঠিক নিয়ম মেনে চলছে কিনা তার ওপর নজর রাখতে। এই প্রসঙ্গে সরকার লিগাল মেট্রোলজি আইন, ২০০৯ এর অবতারণা করেছিল। এই আইনের জোরেই এবার কেন্দ্র, Amazon-কে জরিমানা করল।

গত ১৯ নভেম্বর এই নির্দেশ জারি করা হয়। সংশ্লিষ্ট নির্দেশনায় বলা হয়েছে, “মধ্যস্থতাকারী হিসাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় কর্তব্য করেছেন এমন কোন তথ্য প্রমাণের অভাব থাকায় স্বাভাবিক ভাবে আপনাদের কোম্পানিও সংশ্লিষ্ট নিয়মের লঙ্ঘনের জন্য দায়ী।”

গত মাসে অ্যামাজন ও ফ্লিপকার্ট উভয়কে উপভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে নোটিশ পাঠানো হয়েছিল তাতে বলা হয়েছিল যে, কিছু ই-কমার্স প্ল্যাটফর্মে লিগাল মেট্রোলজি আইনের আওতায় বাধ্যতামূলক ঘোষণাগুলিমেনে চলা হচ্ছেনা। যদিও এরপর Flipkart তার ভুল শুধরে নেয়। তবে Amazon এই বিষয়ে কোনো কর্ণপাত না করায় এবার জরিমানা করা হল।

প্রসঙ্গত, এ বছর চিনের সঙ্গে ভারতের ঝামেলার জন্য বহু ভারতীয় গ্ৰাহক চিনা প্রোডাক্ট বয়কট করতে চাইছেন। সেজন্য কোন প্রোডাক্ট কোথায় তৈরি তা জানা প্রয়োজনীয় হয়ে উঠেছে। সেই কারণেই সরকারও এই বিষয়ে তৎপরতার সহিত ই-কর্মাস প্ল্যাটফর্মগুলিকে সমস্ত প্রোডাক্টের উৎস স্পষ্ট করার নির্দেশ দিয়েছে।