বাজারে পা রাখতে চলেছে CFMoto 300NK BS6, জেনে নিন সম্ভাব্য দাম

ভারতে লঞ্চের আগে 300NK BS6 মোটরসাইকেলের টিজার ছবি প্রকাশ করলো CFMoto (সিএফ মোটো)। টিজারের এক ঝলক দেখামাত্রই 300NK BS6 বাইকের হেডলাইট সেটআপটি এর BS4 মডেলের…

ভারতে লঞ্চের আগে 300NK BS6 মোটরসাইকেলের টিজার ছবি প্রকাশ করলো CFMoto (সিএফ মোটো)। টিজারের এক ঝলক দেখামাত্রই 300NK BS6 বাইকের হেডলাইট সেটআপটি এর BS4 মডেলের অনুরূপ বলে মনে হবে। নতুন মডেলটির স্টাইলিংয়ে অবশ্য কোনো বড় পরিবর্তন আমরা আশা করছি না। তবে পূর্বসূরি মডেলটির থেকে একটু ভিন্ন স্টাইল আনার জন্য সিএফ মটো নতুন মডেলটির পেইন্ট স্কিম এবং গ্রাফিক্সে সংশোধন করতে পারে।

লাস্ট জেনারেশন মডেলের সাথে সামঞ্জস্য রেখে CFMoto-র 300NK BS6 মোটরবাইকে স্পোর্টি ও শার্প লুক, ডুয়াল-টোন পেইন্টওয়ার্ক, স্প্লিট স্টাইল সিট, আন্ডারবেলি এক্সহস্ট সিস্টেম, এলইডি লাইটিং সেটআপ দেখা যাবে। ফিচারের নিরিখেও পূর্ববর্তী মডেলের সাথে এর খুব একটা পার্থক্য থাকবে না। ৩০০এনকে বিএস-৬ দুটি ডিসপ্লে মোড সহ কালার টিএফটি স্ক্রিনের সাথে আসবে।

সাসপেনশন সেটআপে CFMoto 300NK BS6 বাইকের সামনের অংশে ইউএসডি (আপ সাইড ডাউন) ফোর্ক এবং পিছনে মনোশক ইউনিট থাকবে। ব্রেকিংয়ের জন্য দু’চাকাতেই থাকবে সিঙ্গেল ডিস্ক। নিরাপত্তার জন্য বাইকটিতে দেওয়া হবে এবিএস। স্টাইল ও ফিচারের দিক থেকে বেশী পরিবর্তন না হলেও নতুন পরিবেশবিধি অনুসরণ করার জন্য এর মেকানিক্যাল স্পেসিফিকেশনে সামান্য হেরফর হতে পারে।

বিএস-৬ মাপকাঠি মেনে বাইকটিতে থাকবে ২৯২. ৪ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড কুল্ড, ফুয়েল-ইঞ্জেকটড মোটর। বিএস-৪ ইঞ্জিনের তুলনায় এর পাওয়ার এবং টর্ক আউটপুট সামান্য আলাদা হতে পারে। জানিয়ে রাখি, ৩০০কে মোটরবাইকের বিএস-৪ ইঞ্জিন সর্বাধিক ৩৩.৫ বিএইচপি এবং সর্বোচ্চ ২০.৫ এনএম টর্ক উৎপন্ন করতো।

সিএফ মটো 300NK BS6-এর লঞ্চ ডেট এখনও ঘোষণা করেনি। তবে টিজার সামনে আসার অর্থ বাইকটির ওপর থেকে শিগগিরই পর্দা উঠতে চলেছে। ভারতে লঞ্চ হওয়ার পর এর এক্স-শোরুম দাম হতে পারে ২.১০ লক্ষ টাকার কাছাকাছি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন