Chaos Ultracar: ছোটে রকেটের গতিতে! শক্তি, মজবুতি, ও প্রযুক্তিতে এই গাড়ি অদ্বিতীয়, দাম?

“সুপারকার (supercar) বা হাইপারকার (hypercar)”, বিশ্বে খুব সংখ্যক গাড়ি এই শ্রেণীভুক্ত। এই ধরনের গাড়ি আধুনিকতম স্টাইল এবং প্রযুক্তির সাহায্যে নির্মাণ করা হয়। ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে উচ্চ-কর্মদক্ষতার মতো বিষয়। তবে একটি গাড়ি কতটা ক্ষমতাশালী হতে পারে, সুপারকার এবং হাইপারকারের একধাপ উপরে উঠে তার সমস্ত ধ্যানধারণা পাল্টে দেয় আল্ট্রাকার (ultracar)।

ঘন্টা প্রতি ৩০০ মাইল (৪৮৩ কিলোমিটার) গতিবেগে দৌড়তে পারে যে সব চারচাকা স্থলযান, তাদেরকে এই দুর্লভ আল্ট্রাকার শ্রেণীতে ধরা হয়। সম্প্রতি ৩ হাজার অশ্বক্ষমতাসম্পন্ন ‘বিশ্বের প্রথম আল্ট্রাকার’ লঞ্চ করার দাবি করেছে গ্রিসের এক স্টার্টআপ সংস্থা এসপি অটোমোটিভ (SP Automotive)। অসীম শক্তিধর সেই গাড়ির নামকরণ হয়েছে ‘Chaos’। বাংলায় যার অর্থ দাঁড়ায় বিশৃঙ্খলা।

Chaos Ultracar তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে ব্যায়বহুল ও শক্তপোক্ত উপাদানগুলি দিয়ে। টাইটেনিয়াম, কার্বন ফাইবার, কেভলার, এবং জাইলন দিয়ে গড়া হয়েছে এই গাড়ি। গাড়ির মনোকক গঠনে ব্যবহার করা হয়েছে জাইলন, যা মনুষ্যসৃষ্ট সবচেয়ে শক্তিশালী ফাইবার। এছাড়া গাড়ির বিভিন্ন অংশ থ্রিডি (3D) বা ত্রিমাত্রিক প্রিন্টিং পদ্ধতিতে নির্মিত।

Chaos Ultracar-এ দেওয়া হয়েছে টুইন-টার্বোচার্জড V10 ইঞ্জিন। একে যোগ্য সঙ্গত দেওয়ার জন্য রয়েছে এক বিশেষ হাইব্রিড অ্যাসিস্ট প্রযুক্তি। আর্থ (Earth) ও আরও পাওয়ারফুল জিরো গ্রাভিটি (Zero Gravity) ভার্সনে এসেছে গাড়িটি। আর্থ ভার্সন ১.৯ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগ তুলতে সক্ষম। আর জিরো গ্রাভিটি মডেল একই গতি তুলতে ১.৫ সেকেন্ডের কম সময় নেয়। হাইব্রিড অ্যাসিস্টের সুবিধা শুধুমাত্র এই মডেলে রয়েছে। উভয় ভার্সনে আট গতির ডুয়াল-ক্ল্যাচ ট্রান্সমিশন আছে।

যে পরিমাণ শক্তি উৎপন্ন করার ক্ষমতা রয়েছে Chaos Ultracar-এ, তাতে গতির সব রেকর্ড তছনছ হয়ে যাবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এটি SSC Tuatara-র ২৮৬.১ মাইল টপ স্পিড ও Rimac Nevera-র ৮.৫৮ সেকেন্ডে কোয়ার্টার-মাইল পৌঁছনোর রেকর্ড ভাঙার চেষ্টা করবে বলেই জানানো হয়েছে প্রস্তুতকারী সংস্থার তরফে।

এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন, Chaos Ultracar সর্বসাধারণের জন্য নয়। একমাত্র মাল্টি-মিলিওনেয়ার ও বিলিওনেয়ারদের ক্ষমতা আছে এই গাড়ি কিনে গ্যারাজে রাখার। Chaos-এর বেস আর্থ ভার্সনের দাম শুরু হবে ৬.৩ মিলিয়ন ডলার (প্রায় ৪৬ কোটি ৯২ লক্ষ টাকা) থেকে। অন্য দিকে, অ্যাডভান্সড জিরো গ্রাভিটি মডেলের দাম ১৪.৩ মিলিয়ন ডলারের কাছাকাছি হবে, ভারতীয় মুদ্রায় যা ১০০ কোটি টাকার উপরে। বিশ্বজুড়ে মাত্র একশোটি Chaos আল্ট্রাকার পাওয়া যাবে৷ চাহিদার উপর নির্ভর করে বছরে ১৫-২০টি গাড়ি উৎপাদন করা হবে।

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

3 hours ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

3 hours ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

5 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

5 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

6 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

6 hours ago