দশ মিনিটের কম সময়ে স্মার্টফোন চার্জ? Xiaomi এর 200W HyperCharge সিস্টেম বাজারে আসতে চলেছে

সবচেয়ে কম সময়ে স্মার্টফোন-ল্যাপটপ থেকে শুরু করে বিভিন্ন ডিভাইস কীভাবে চার্জ করা যায়, তার হদিশ পেতে বিশ্বের নামজাদা সংস্থার পাশাপাশি নবীন প্রতিষ্ঠানগুলিও গবেষণায় মগ্ন। দ্রুততম…

সবচেয়ে কম সময়ে স্মার্টফোন-ল্যাপটপ থেকে শুরু করে বিভিন্ন ডিভাইস কীভাবে চার্জ করা যায়, তার হদিশ পেতে বিশ্বের নামজাদা সংস্থার পাশাপাশি নবীন প্রতিষ্ঠানগুলিও গবেষণায় মগ্ন। দ্রুততম সময়ে চার্জ করার রেকর্ড ভাঙার দাবি করলেও সিংহভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে, বাজারে উপলব্ধ স্মার্টফোনে সে প্রযুক্তি থাকে না। সম্প্রতি ৪ হাজার এমএএইচ ব্যাটারির একটি রূপান্তরিত এমআই ১১ প্রো (Mi 11 Pro) স্মার্টফোনে শাওমি (Xiaomi) ২০০ ওয়াট হাইপারচার্জ (200W HyperCharge) সিস্টেমের পরীক্ষা করেছিল। চীনা ব্র্যান্ড নুভোল্টা টেকনোলজিসের (NuVolta Technologies) চার্জিং চিপ ব্যবহার করে শাওমি গোটা পরীক্ষা চালিয়েছিল।

রিপোর্ট বলছে, সংস্থাটি এই দ্বিতীয় প্রজন্মের চার্জিং চিপ বাণিজ্যিক ভাবে লঞ্চ করেছে। সেক্ষেত্রে শাওমি বা অন্য কোনও ব্র্যান্ডের স্মার্টফোনে ২০০ ওয়াট পর্যন্ত দ্রুত চার্জ করার প্রযুক্তি অর্ন্তভুক্ত হওয়ার বড়সড় সম্ভাবনা দেখা যাচ্ছে।

অনলাইন রিপোর্ট অনুযায়ী, নুভোল্টা টেকনোলজিস তাদের সেকেন্ড জেনারেশন চার্জিং চিপ নুভোল্টা এনইউ২২০৫ (NuVolta NU2205) লঞ্চ করেছে। সংস্থাটি দাবি করেছে যে, এই চিপ ১০০ ওয়াট পাওয়ার আউটপুট করতে সক্ষম, যা ইন্ডাস্ট্রিতে এর আগে কেউ করে দেখাতে পারেনি। আবার যেহেতু এটি ডুয়েল সেল ৪:২ পাম্প ফাস্ট-চার্জিং আর্কিটেকচার সাপোর্ট করে, ফলস্বরূপ চিপের পাওয়ার আউটপুট সর্বোচ্চ ২০০ ওয়াটে পৌঁছতে পারে। সংস্থাটি এও জানিয়েছে, বেশি চার্জিং ক্যাপাসিটি থাকলেও, তাদের চিপ উত্তম হিট ম্যানেজমেন্ট সরবরাহ করবে।

ঘটনাচক্রে নুভোল্টা তাদের সুপারফাস্ট চার্জিং চিপের ঘোষণার সময় সোশ্যাল মিডিয়া পোস্টে এমআই ১১/এমআই ১১ প্রো এর ছবি ব্যবহার করেছে। তাই শাওমির ২০০ ওয়াট হাইপারচার্জিং সিস্টেম ডেভেলপ করার পিছনে নুভোল্টার হাত থাকতে পারে বলে জল্পনা চলছে। এমনকি নুভোল্টার ফাস্ট চার্জিং ডুয়েল টেকনোলজি শাওমি প্রথম ব্যবহার করতে পারে বলেও অনুমান করা হচ্ছে।

প্রসঙ্গত, স্মার্টফোনের ব্যাটারিকে ২০০ ওয়াট হাইপারচার্জ সিস্টেমে দ্রুততম সময়ে শূন্য থেকে শতভাগ চার্জ করার রেকর্ড তারা অর্জন করছে বলে শাওমি ঘোষণা করেছিল। ওয়্যারড (চার্জিং কেবল-সহ ) এবং ওয়্যারলেস (চার্জিং কেবল ছাড়া) — দুটি ক্ষেত্রেই শাওমি দ্রুততম সময়ে চার্জ করার রেকর্ড ভেঙেছে বলে দাবি করেছিল। ২০০ ওয়াটের ‘হাইপারচার্জ’ সিস্টেমে ৪,০০০ এমএএইচ ব্যাটারির মডিফায়েড এমআই ১১ প্রো স্মার্টফোনটি সম্পূর্ণ চার্জ হতে ৮ মিনিট মতো সময় লেগেছিল। আর সেখানে তারহীন চার্জিং ব্যবস্থায় ১৫ মিনিটের কাছাকাছি সময় নিয়েছিল।

এত কম সময়ে স্মার্টফোন চার্জ হওয়ার বিষয়টিকে তখন অনেকেই লোক দেখানোর প্রয়াস বলে মন্তব্য করেছিল। তবে নতুন চিপের লঞ্চ কিন্তু ইঙ্গিত দিচ্ছে, ল্যাবরেটরি ঘর ছেড়ে আমাদের হাতে থাকা স্মার্টফোনেও এই যুগান্তকারী চার্জিং ব্যবস্থা এসে পৌঁছবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন