Categories: Tech News

ChatGPT: দিন-দিন বেড়েই চলেছে চ্যাটবটের ব্যবহার, কাজ হারাতে পারেন বহু মানুষ?

প্রযুক্তি সম্পর্কে নাড়া-ঘাঁটা করতে গিয়ে কিংবা ইন্টারনেট মাধ্যমে সময় কাটাতে গিয়ে আমরা এখন ChatGPT শব্দটি বহুবার শুনছি। ChatGPT, বিশ্বের সবচেয়ে আলোচিত প্রযুক্তি AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে সম্পর্কিত, বা বলা ভালো এটি এই সময়ের সবচেয়ে জনপ্রিয় AI টুল যার ব্যবহারিক প্রয়োগ আমরা দেখি রোজকার চ্যাটবটে। এক্ষেত্রে, রিয়েলটাইমে মানুষের সাথে মানুষের মত করে প্রায় সমস্ত ধরণের প্রশ্নের উত্তর দেয় ChatGPT, তাও কোনো ঝামেলা ছাড়াই। কিন্তু যেভাবে কম্পিউটারের রমরমা বাড়ার পর মানুষের বেকারত্ব বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠেছিল, ঠিক তেমনই এই টেকনোলজি সম্পর্কেও অনেকে একই কথা ভাবছেন। কারণ ভাষার উপর ভিত্তি করে কাজ করা ChatGPT মডেল এখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তথা এনসাইক্লোপিডিয়া হয়ে উঠেছে; ক্রমশ বেড়েই চলেছে এর ব্যবহার। সেক্ষেত্রে আপনি যদি এই জিনিসটি সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান, তাহলে আমাদের এই প্রতিবেদন আপনাদের বেশ কাজে আসতে পারে। কারণ আমরা আজ ChatGPT-র ঠিকুজি-কুষ্ঠি থেকে শুরু করে এটি ব্যবহারের উপায়ের মত কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব।

ChatGPT কী?

চ্যাট জিপিটি, ওপেনএআই (OpenAI) নামক স্টার্টআপ নির্মিত একটি এআই ভিত্তিক প্রোগ্রাম। এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ভিত্তি করে এমনভাবে তৈরি করা হয়েছে যে, এটি খুব সহজেই আলাদা আলাদা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করতে পারে। এই চ্যাট জিপিটি মডেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মানুষের মত সাড়া দেওয়া। তাই চ্যাটবট, এআই সিস্টেম বেসড কনভারশেসন এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে এটি দারুণ কাজ করে। এক্ষেত্রে এটি ইউজারদের সাথে কথা বলা থেকে শুরু করে গল্প-কবিতা-নিবন্ধ এমনকি কোড লেখা, অনুবাদ করা, বিভিন্ন প্রশ্নের উত্তর বা টিপস দেওয়ার মত কাজ করতে পারে। আর এই সব কাজের ক্ষেত্রে মনেও হয়না যে কোনো কৃত্রিম যন্ত্র বা রোবট এর পেছনে রয়েছে।

কীভাবে ChatGPT ব্যবহার করা যাবে?

মনে রাখবেন, ওপেনএআই কোম্পানি এখনও আনুষ্ঠানিকভাবে চ্যাট জিপিটি কোনো অ্যাপ (Android বা iOS উভয়ের জন্যই) লঞ্চ করেনি। তাই আপনারা এই এআই প্রোগ্রামটির আসল কাজ সম্পর্কে বোঝার পর এটি ব্যবহার করতে চাইলে নিচের পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন –

১. চ্যাট জিপিটি ব্যবহার করতে প্রথমে ব্রাউজারের লগইন পেজে যান।

২. এখানে একটি এআই অ্যাকাউন্ট তৈরি করুন এবং সাইন আপ করুন।

৩. এক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য মোবাইল নম্বর চাওয়া হবে, যা এন্টার করার পর মোবাইলে কোড আসবে।

৪. এরপর এসএমএস অ্যাক্টিভেশন অপশনে গিয়ে রেজিস্টার করে বেচে নিতে হবে ব্যালেন্সে রিচার্জ অপশন। পরবর্তী ধাপে সার্চ বক্স থেকে এআই সার্ভিস সার্চ করতে হবে।

৫. উপরোক্ত ধাপগুলির কাজ সম্পন্ন হলে আপনাকে শপিং কার্ট বাটন প্রেস করতে হবে। এখানে মোবাইল নম্বর কপি করে চ্যাট জিপিটিতে আরেকবার তা ভেরিফিকেশন করে কোড জেনারেট করতে হবে।

৬. ওপেন এআই বক্সে ওই কোড লিখে নির্বাচন করতে হবে রেজিস্ট্রেশনের কারণ।

ChatGPT কীভাবে বেকারত্ব বাড়াবে?

বর্তমানে সময়ে বেশির কোম্পানিই চ্যাটবট পরিষেবা চালু করেছে, যাতে সাধারণ মানুষ মেসেজের মাধ্যমেই তাদের সুবিধা-অসুবিধা তুলে ধরতে পারেন। সেক্ষেত্রে ভবিষ্যতে যদি চ্যাটবট ‘নিউ নর্মাল’-এ পরিণত হয় তাহলে কাস্টমার সার্ভিস, টেলিকলারের মত পদগুলির প্রয়োজন হয়ত কমে যেতে পারে; আর এতে মানুষের জায়গা নিতে পারে এআই থুড়ি চ্যাট জিপিটি!

Anwesha Nandi

Share
Published by
Anwesha Nandi

Recent Posts

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

17 mins ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

24 mins ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

58 mins ago

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

3 hours ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

3 hours ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

3 hours ago