দাম শুরু ৮৫০০ টাকা থেকে, সেরা ৫টি ৩২ ইঞ্চির Smart TV দেখে নিন

‘ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ’ বা আইপিএল (IPL) মরশুম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ফলে এখন প্রায় প্রত্যেক ক্রিকেট প্রেমীদের চোখ টেলিভিশনের পর্দায় রয়েছে বললে ভুল কিছু বলা হবে না। কিন্তু, পুরাতন ছোট ডিসপ্লের টিভিতে জাকঁজমকপূর্ণ IPL দেখার মজা খুব একটা উপভোগযোগ্য নয় বললেই চলে। তাই বাড়িতে বসেই স্টেডিয়ামের অনুরূপ আমেজ পেতে এখন অনেকে বড় স্ক্রিনের স্মার্ট টিভি (Smart TV) কিনছেন। আপনিও যদি এই একই ভাবনা রেখে থাকেন, তবে এই প্রতিবেদন আপনার জন্যই। কেননা, আজ আমরা এমন ৫টি দুর্দান্ত স্মার্ট টেলিভিশনের খোঁজ দেব, যেগুলি হাই-রেজোলিউশন যুক্ত ৩২ ইঞ্চির A+ গ্রেড LED প্যানেল, উৎকর্ষমানের সাউন্ড সিস্টেম এবং একাধিক স্মার্ট ফিচার সহ এসেছে। প্রতিবেদনে উল্লেখিত প্রত্যেকটি স্মার্ট টিভির দাম ১০,০০০ টাকার নিচেই থাকছে। ফলে, ‘রিয়েল টাইম’ ক্রিকেট দেখার মজা আপনি অতিশয় সস্তায় পেয়ে যাচ্ছেন। আগ্রহীদের জানিয়ে রাখি, নিম্নে উল্লেখিত ৫টি স্মার্ট টিভিকেই ই-কমার্স সাইট Amazon এর মাধ্যমে কেনা যাবে।

১০,০০০ টাকার নিচে উপলব্ধ ৩২-ইঞ্চি ডিসপ্লের স্মার্ট টিভির তালিকা

Shinco 80 cm (32 Inches) HD Ready LED TV : ৮,৫০০ টাকা (৩৯% ডিসকাউন্ট)

সিনকোর উক্ত স্মার্ট টেলিভিশনটি একটি ৩২ ইঞ্চির এইচডি রেডি (১,৩৬৬x৭৬৮ পিক্সেল) A+ গ্রেড ডিসপ্লে প্যানেল সহ এসেছে। এই ডিসপ্লে ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ১৭৮-ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল এবং কয়েক মিলিয়ন কালার সাপোর্ট করে। এছাড়া, ডিজিট নয়েজ রিডাকশন ফিচারের সাথেও এসেছে এই ডিসপ্লে। অডিও ফ্রন্টের ক্ষেত্রে, ২০‌ ওয়াট আউটপুটের সারাউন্ড সাউন্ড স্পিকার সিস্টেম এতে পাওয়া যাবে। এছাড়া, ইউএসবি-টু-ইউএসবি কপি, ডাইনামিক লাইট কন্ট্রোল, ইকো ভিশন এবং আই সেফ ফিচারও বিদ্যমান থাকছে এই টিভি মডেলে। কানেক্টিভিটির জন্য উক্ত টিভিতে, ২টি এইচডিএমআই পোর্ট, ২টি ইউএসবি পোর্ট এবং ১টি ভিজিএ পোর্ট থাকছে।

Kodak 80 cm (32 Inches) HD Ready LED TV : ৯,৯৯০ টাকা (৩৮% ডিসকাউন্ট)

কোডাকের স্মার্ট টিভি ক্রেতাদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। মূলত সাশ্রয়ী দামে অ্যাডভান্স ফিচার অফার করার দরুন ব্র্যান্ডটি এরূপ লোকপ্রিয়তা অর্জন করেছে। সেক্ষেত্রে, স্লীক ও অত্যাধুনিক ডিজাইনের সাথে আসা এই টিভিতে, একটি ৩২ ইঞ্চির এইচডি রেডি (১,৩৬৬x৭৬৮ পিক্সেল) ডিসপ্লে থাকছে। এই ডিসপ্লে ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ডায়নামিক পিকচার এনহ্যান্সমেন্ট এবং ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল সাপোর্ট করে। এতে, অডিও বুস্ট টেকনোলজি সমর্থিত সাউন্ড সিস্টেম আছে, যা ২০ ওয়াট আউটপুট অফার করে। এছাড়া, কানেক্টিভিটির জন্য টিভি -টিতে, ২টি এইচডিএমআই পোর্ট, ২টি ইউএসবি পোর্ট এবং ১টি ভিজিয়ে পোর্ট অন্তর্ভুক্ত।

Huidi 80 cm (32 Inches) HD Ready LED TV : ৮,৯৯৯ টাকা (৪৬% ডিসকাউন্ট)

হুইডির এই লেটেস্ট স্মার্ট টেলিভিশনটি প্রিমিয়াম লুক ও স্টাইলিশ ডিজাইনের সাথে এসেছে। HD32D1M19 মডেল নম্বর যুক্ত এই টিভিতে, ৩২ ইঞ্চির এইচডি রেডি (১,৩৬৬x৭৬৮ পিক্সেল) A+ গ্রেডের ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট, এবং ১৭৮-ডিগ্রি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল অফার করবে। এতে একটি ইন্টিগ্রেটেড বাক্স স্পিকার আছে, যা ২০ ওয়াট সাউন্ড আউটপুট দেবে। আর কানেক্টিভিটির জন্য টিভিতে, ২টি এইচডিএমআই পোর্ট, ২টি ইউএসবি পোর্ট, ১টি আরএফ স্লট এবং ১টি হেডফোন জ্যাক বর্তমান।

Kevin 80 cm (32 Inches) HD Ready LED TV : ৮,৯৯৯ টাকা (৩৫% ডিসকাউন্ট)

স্লিম বেজেলের সাথে আসা কেভিনের এই স্মার্ট টিভিতে একটি ৩২ ইঞ্চির এইচডি (১,৩৬৬x৭৬৮ পিক্সেল) LED স্যামসাং A+ গ্রেড ডিসপ্লে প্যানেল দেখা যাবে। এই ডিসপ্লে, HRDD টেকনোলজি এবং ১৭৮-ডিগ্রি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল সাপোর্ট করে। অডিও ফ্রন্টের ক্ষেত্রে উক্ত মডেলে ১০ওয়াট আউটপুটের একটি স্পিকার সিস্টেম আছে, যা ‘ক্রিস্টাল ক্লিয়ার’ সাউন্ড অফার করবে। আর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল থাকছে, ২টি ইউএসবি পোর্ট, ২টি এইচডিএমআই পোর্ট, ইউএসবি ডেটা ট্রান্সফার কার্ড, ১টি পিসি স্লট, ২টি এভি স্লট এবং ১টি আরএফ স্লট। সর্বোপরি, সংস্থার দাবি অনুসারে, উক্ত টিভিটি ৭০% বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম।

VW 80 cm (32 inches) HD Ready LED Smart TV : ৯,৬৯৯ টাকা (৪৩% ডিসকাউন্ট)

সুপার থিন বেজেল পরিবেষ্টিত এই স্মার্ট‌ টিভিতে রয়েছে একটি ৩২ ইঞ্চির (৭২০ পিক্সেল) LED A+ গ্রেড ডিসপ্লে প্যানেল, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট, HDR 10, ইকো ভিশন, সিনেমা মোড, ১৬.৭ মিলিয়ন কালার, IPE এবং কোয়ান্টাম লুসেন্ট টেকনোলজি সাপোর্ট করে। এই মডেলটি শক্তিশালী স্টেরিও অডিও সিস্টেমের সাথে এসেছে, যা ২০ ওয়াট আউটপুট অফার করে। কোয়াড কোর প্রসেসর চালিত এই স্মার্ট টিভিতে, স্ক্রিন মিররিং, পিসি কানেক্টিভিটি, ওয়্যারলেস হেডফোন কন্ট্রোলের মতো একাধিক স্মার্ট ফিচার বর্তমান। আর কানেক্টিভিটির জন্য ভিডাব্লিউ ব্র্যান্ডের এই স্মার্ট টেলিভিশনে, বিল্ট-ইন ওয়াই-ফাই, ২টি এইচডিএমআই পোর্ট এবং ২টি ইউএসবি পোর্ট উপলব্ধ।