Google Chrome থেকে PowerDirector, এই দশটি অ্যাপ ব্যবহার করলে বিপদে পড়তে পারেন

ইংরেজি শেখা থেকে শুরু করে অনলাইন ডেটিং বা টাকার লেনদেন – প্রায় সমস্ত দরকার মিটিয়ে দেওয়ার জন্য রয়েছে রাশি রাশি অ্যাপ। সাত-পাঁচ না ভেবেই যাদের আমরা নিজেদের স্মার্টফোনে ইনস্টল করি। অথচ অধিকাংশ ক্ষেত্রেই এই অ্যাপগুলি সুরক্ষিত বা নির্ভরযোগ্য নয়। এদের অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নিয়ে অ্যাটাকারেরা নানান সাইবার অপরাধ ঘটিয়ে থাকে। সাইবার সিকিউরিটি ফার্ম Check Point সম্প্রতি এরকম দশটি অ্যাপের কথা প্রকাশ্যে এনেছে, যারা ইউজারের ব্যক্তিগত তথ্যকে সুরক্ষা প্রদান করতে পারে না। সেক্ষেত্রে চেক পয়েন্ট গবেষকেরা এই অ্যাপগুলির ব্যবহার থেকে আমাদের বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

Check Point -এর তালিকায় কোন কোন অ্যাপ রয়েছে তা আমরা অবশ্যই জেনে নেবো। কিন্তু তার আগে বলে নেওয়া যাক ঠিক কিভাবে এই অ্যাপগুলি আমাদের ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড বা ফাইনান্সিয়াল ডিটেইলস গুলিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে থাকে। আসলে অ্যাপের অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নিয়ে সাইবার অপরাধীরা তাদের মধ্যে বিভিন্ন ম্যালিসিয়াস কোড ইঞ্জেক্ট করে দেয়। এর মাধ্যমে তারা আমাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে সেগুলিকে নানান অসৎ উদ্দেশ্যে কাজে লাগায়। আবার কখনো বা সেগুলিকে থার্ড পার্টি সোর্সের কাছে বিক্রি করে মুনাফা লোটে।

উপরোক্ত এরকম একটি সিকিউরিটি দুর্বলতা হল CVE-2020-8913। চেক পয়েন্টের গবেষকেরা সম্প্রতি এটিকে চিহ্নিত করেছেন। এরকম দুর্বলতার ফাঁকফোকর দিয়ে সাইবার অপরাধীরা আমাদের প্রয়োজনীয় একান্ত ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। Check Point এর তালিকায় থাকা অ্যাপগুলি এমন সিকিউরিটি দুর্বলতার শিকার। আসুন চেক পয়েন্টের এই তালিকাটি এবার দেখে নিই।

১। Google Chrome এর পুরনো ভার্সন – চেক পয়েন্টের তালিকায় প্রথমেই রয়েছে গুগল ক্রোমের নাম। সিকিউরিটির দিক থেকে এটি একেবারেই নির্ভরযোগ্য নয়। এর দুর্বলতাকে কাজে লাগিয়ে অ্যাটাকারেরা এতে Dedicated payload ইঞ্জেক্ট করতে পারেন। একবার ইঞ্জেক্ট হওয়ার পর এই payload, অ্যাপের সমস্ত ডেটা যেমন হিস্ট্রি, বুকমার্ক, কুকি সংগ্রহ করতে পারে। এছাড়া ক্রোমের ডিভাইস অ্যাক্সেসকে কাজে লাগিয়ে তারা অন্য অ্যাপগুলির তথ্য সংগ্রহ এবং ব্যবহার করতে পারে। এই প্রবণতা থেকে বাঁচার জন্য অবিলম্বে ক্রোমের আপডেটেড নতুন ভার্সন ডাউনলোড করার কথা বলা হয়েছে।

২। Viber এবং Booking এর পুরোনো ভার্সন – চেক পয়েন্টের গবেষকরা এই দুটি অ্যাপের নতুন আপডেট ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।

৩। Grindr – এই অ্যাপ ব্যবহারকারীরাও সাবধান। এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট ডিটেইলস, পাসওয়ার্ড বা অন্য গুরুত্বপূর্ণ তথ্য অনের হাতে চলে যেতে পারে।

৪। Bumble – Check Point এর দাবী এই অ্যাপটির আগের ভার্সনে একাধিক ফাঁকফোকড় আছে। নির্মাতারা এর নতুন আপডেট আনার ব্যাপারে চেষ্টা করছেন।

৫। OkCupid – এই অ্যাপটিও উপরোক্ত একই সিকিউরিটি ইস্যুর শিকার।

৬। Cisco Teams – নতুন আপডেট আসার পর্যন্ত এই অ্যাপটি ব্যবহার থেকেও বিরত থাকা ভালো।

৭। Yango Pro (Taximeter) – ন্যাভিগেশন অ্যাপ হিসেবে জনপ্রিয় এই অ্যাপ্লিকেশন ডিভাইসের সমস্ত পারমিশন অ্যাক্সেস ব্যবহার করে আমাদের তথ্য পাচার করতে পারে।

৮। Microsoft Edge – চেক পয়েন্টের পক্ষ থেকে এই অ্যাপের পুরানো ভার্সন ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

৯। Xrecorder – এই অ্যাপটিও একেবারেই সুরক্ষিত নয়। ফলে এর নতুন সিকিউরিটি প্যাচ সহ আপডেট আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত।

১০। PowerDirector – অন্যান্য অ্যাপগুলির মতোই এতেও একাধিক সিকিউরিটি ইস্যু রয়েছে।

Soumojit Chatterjee

Share
Published by
Soumojit Chatterjee

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

7 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

7 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

8 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

10 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

11 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

11 hours ago