এবার তাইওয়ানের কোম্পানি ভারতে শুরু করছে Apple-এর প্রোডাকশন

মেক-ইন-ইন্ডিয়া প্রোগ্ৰাম গোটা পৃথিবী জুড়েই বিভিন্ন বাণিজ্য সংস্থাকে আকর্ষণ করেছে। তার উপর চিনের সঙ্গে খারাপ সম্পর্কের জেরে ভারতে জিনিসপত্র উৎপাদনের উপর জোর দিচ্ছে সরকার। সম্প্রতি তাইওয়ানের কেবল ও কানেক্টর নির্মাতা কোম্পানি Cheng Uei Precision Industry Co. জানিয়েছে, তারা ভারতে তাদের নতুন প্ল্যান্টে Apple-এর জন্য মাস প্রোডাকশন শুরু করবে। ফলে এবার থেকে ভারত থেকেই অন্যান্য দেশে পাঠানো হবে Apple এর কেবল ও কানেক্টর।

প্রসঙ্গত এর আগে Apple-এর প্রধান অ্যাসেম্বলী পার্টনার তাইওয়ানের Foxconn Technology Group, Pegatron Corp. এবং Wistron Corp সবাই ভারতে একটি সাবসিডিয়ারি বা একটি iPhone অ্যাসেম্বলী প্ল্যান্ট গড়ে তুলেছে। এবার আরেকটি কোম্পানি ভারতে তাদের প্রোডাক্ট তৈরীর ওপর জোর দিচ্ছে। আসলে Foxlink নামে পরিচিত Cheng Uei-এর চেয়ারম্যান টি সি গৌ, Foxconn-এর প্রতিষ্ঠাতা টেরি গৌয়ের ভাই। তাই মনে হচ্ছে যেহেতু Foxconn আগেই ভারতে প্ল্যান্ট গড়ে তুলেছে, এবার সেই পথে এগোচ্ছে Foxlink।

আপনারা হয়তো সকলেই জানেন ভারত সরকার একটি ইনসেনটিভ প্রোগ্ৰামের মাধ্যমে Apple, Samsung Electronics Co. এবং অন্যান্য প্রধান স্মার্টফোন ব্র্যান্ডগুলির উৎপাদন ভারতে করার চেষ্টা করছে। এর মূল কারণ আমেরিকা-চিন রাজনৈতিক বিবাদ। সাম্প্রতিক কালে প্যানডেমিক পরিস্থিতি সাপ্লাই চেন কোম্পানিগুলির উপর আরো চাপ সৃষ্টি করেছে।

এদিকে অন্য একটি খবরে Cheng Uei শুক্রবার জানিয়েছে, চেন্নাইয়ের একটি নতুন ভারতীয় প্ল্যান্টে সার্ভেইলেন্স ক্যামেরায় কোম্পানির একজন ইঞ্জিনিয়ারকে অটোমেশন ইকুইপমেন্ট ক্ষতিগ্রস্ত করতে দেখা গেছে। সন্দেহভাজন একজন চীনা নাগরিক। এই ঘটনার ব্যাপারে স্থানীয় পুলিশকে জানানো হয়েছে এবং চিন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।