সস্তায় সেরা প্রসেসর ও ১৬ জিবি র‍্যাম পাবেন সিএমএফ ফোন ১ মডেলে

সিএমএফ ফোন ১ স্মার্টফোনটি আগামী মাসের শুরুতেই বাজারে পা রাখতে চলেছে। সম্প্রতি প্রোমোশনাল টিজারের মাধ্যমে ডিভাইসটির রিয়ার প্যানেলে একটি রিমুভেবল স্ক্রু টিজ করেছে। ডিভাইসটি ৮ জুলাই সিএমএফ বাডস প্রো ২ ইয়ারফোন এবং সিএমএফ ওয়াচ প্রো ২ স্মার্টওয়াচ পাশাপাশি লঞ্চ হতে চলেছে। আর এখন, নাথিংয়ের র সাব-ব্র্যান্ড আসন্ন সিএমএফ ফোন ১ স্মার্টফোনের প্রসেসর এবং র‌্যাম ক্ষমতা নিশ্চিত করেছে। এর পাশাপাশি চিপসেটের আনটুটু বেঞ্চমার্ক পরীক্ষার স্কোরও প্রকাশিত হয়েছে। এছাড়াও, এক বিখ্যাত টেক ইউটিউবার সিএমএফ ফোন ১ হ্যান্ডসেটের মূল্য সম্পর্কেও আভাস দিয়েছেন। আসুন এই বিবরণগুলি দেখে নেওয়া যাক।

সামনে এল সিএমএফ ফোন ১ হ্যান্ডসেটের প্রসেসর, র‍্যাম এবং মূল্য

সিএমএফ নিশ্চিত করেছে যে, তাদের প্রথম স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ ৫জি প্রসেসর দ্বারা চালিত হবে। চিপটি গত মাসে উন্মোচন করা হয়। চিপসেটটিতে ২.৫ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি পারফরম্যান্স কোর সহ মোট আটটি কোর রয়েছে। ডাইমেনসিটি ৭৩০০ ৫জি প্রসেসর স্ন্যাপড্রাগন ৭৮২জি, ডাইমেনসিটি ৭০৫০ ৫জি এবং স্ন্যাপড্রাগন ৬ জেন ১ সহ অন্যান্য অনেক চিপসেটকে আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কিং টেস্টে পিছনে ফেলেছে। এটি ৬,৭৩,০০০ পয়েন্ট স্কোর করেছে।

সিএমএফ ফোন ১ হ্যান্ডসেটে ৮ জিবি র‍্যামের সাথে ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম মিলবে। এটি ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সিএমএফ ফোন ১ তৈরির দ্বিতীয় দিনে, ইউটিইউবার জেরিরিগএভরিথিং ডিভাইসটির একটি ছোট টিয়ারডাউন ভিডিও শেয়ার করেছেন, যা একটি এসকে হাইনিক্স মডিউল প্রকাশ করে। তৃতীয় দিনে, ইউটিউবার টেকনিক্যাল গুরুজি নিশ্চিত করেছেন যে, এটির দাম হবে ২০,০০০ টাকার মধ্যে থাকবে।

ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে যে, সিএমএফ ফোন ১ হ্যান্ডসেটে কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে ৬.৬৭ ইঞ্চির এস অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটি ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২,০০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০+ সাপোর্ট করবে।

এছাড়াও জানা গেছে যে, সিএমএফ ফোন ১ এর রিয়ার প্যানেলের নীচের ডানদিকে একটি ঘূর্ণায়মান ডায়াল থাকবে, যদিও এর কার্যকারিতা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ফোনটি একটি লেদার টেক্সচারড অরেঞ্জ এবং ম্যাট ব্ল্যাক কালার অপশনে আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য, স্মার্টফোনটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

Ananya Sarkar

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

12 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

56 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago