CMF Phone 1 vs Realme P1 : কম দামে সেরা ৫জি ফোন কোনটি দেখে নিন

CMF Phone 1 vs Realme P1 : দাম থাকছে ১৬,০০০ টাকারও কম! বাজার মাতাবে কোন ৫জি হ্যান্ডসেট?

Cmf Phone 1 Vs Realme P1 Comparison Which Budget Phone Best For You

গত ১২ই জুলাই ভারতে আত্মপ্রকাশ করে সিএমএফ ফোন ১। লন্ডন ভিত্তিক জনপ্রিয় সংস্থা নাথিং মালিকাধীন এই ব্র্যান্ডটি তাদের ফোনের সাথে অফার করছে অপসারণযোগ্য ব্যাক কভার। যাতে ব্যবহারকারীরা ইচ্ছে মতো রিয়ার প্যানেলের কালার পরিবর্তন করতে পারে। এর দাম এদেশে ১৫,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। উল্লেখ্য, এপ্রিল মাসের ১৫ তারিখ একই দামের সাথে ভারতে লঞ্চ হয় রিয়েলমি পি১। স্বাভাবিক ভাবে বাজেট সেগমেন্টে এই দুটি ডিভাইস একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। তাই সদ্য আগত সিএমএফ ফোন ১ এবং জনপ্রিয় রিয়েলমি পি১ মডেলের মধ্যে সেরা কোনটি নির্ণয় করতে আজ আমরা এগুলির দাম ও ফিচারের মধ্যে পার্থক্যগুলি নিয়ে আলোচনা করবো।

সিএমএফ ফোন ১ বনাম রিয়েলমি পি১ : দাম

সিএমএফ ফোন ১ মডেলের দাম শুরু হচ্ছে ১৫,৯৯৯ টাকা থেকে। এই দাম এর বেস ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের। অন্যদিকে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের কিনতে ১৭,৯৯৯ টাকা খসাতে হবে। এটি – ব্ল্যাক, লাইট গ্রীন (টেক্সচার্ড কেস সহ), অরেঞ্জ এবং ব্লু (ভেগান লেদার ফিনিশ যুক্ত) কালারে এসেছে।

ভারতে রিয়েলমি পি১ স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ১৫,৯৯৯ টাকা থেকে। এই দাম এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের। আর উচ্চতর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশন কেনা যাবে ১৮,৯৯৯ টাকায়। এটি – পিকক গ্রিন ও ফিনিক্স রেড কালার বিকল্পে পাওয়া যাবে।

সিএমএফ ফোন ১ বনাম রিয়েলমি পি১ : ডিসপ্লে

অপসারণযোগ্য ব্যাক কভারের সাথে আসা সিএমএফ ফোন ১ -এ আছে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলড ফ্ল্যাট ডিসপ্লে। এই টাচ প্যানেল – ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৭০০ নিট পর্যন্ত স্ট্যান্ডার্ড ব্রাইটনেস এবং ২০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

মাইক্রো-ক্রিস্টাল স্প্যারো এবং গোলাকার ৩ডি এলডিআই টেক্সচার ডিজাইনের সাথে আসা রিয়েলমি পি১ স্মার্টফোনে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে। এই টাচস্ক্রিন – ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০০% পি৩ কালার গ্যামেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ২,০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

সিএমএফ ফোন ১ বনাম রিয়েলমি পি১ : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

সিএমএফ ফোন ১ মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর সহ এসেছে, যার সাথে ৮ জিবি পর্যন্ত র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ সংযুক্ত। এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করে।

রিয়েলমি পি১ ৫জি স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সাথে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। আবার এই ফোনে অতিরিক্তভাবে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম ফিচারও সাপোর্ট করে। হ্যান্ডসেটটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ কাস্টম স্কিনে রান করে।

সিএমএফ ফোন ১ বনাম রিয়েলমি পি১ : ক্যামেরা সেটআপ

ফটো এবং ভিডিওগ্রাফির জন্য সিএমএফ ফোন ১ হ্যান্ডসেটে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

ক্যামেরা বিভাগের কথা বললে, রিয়েলমি পি১ স্মার্টফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল স্যামসাং যেএন১ প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল বিঅ্যান্ডডাব্লিউ সেকেন্ডারি লেন্স। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে।

সিএমএফ ফোন ১ বনাম রিয়েলমি পি১ : ব্যাটারি, চার্জিং ক্যাপাসিটি, রেটিং

সিএমএফ ফোন ১ হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এক্ষেত্রে ব্যবহারকারীরা চার্জার অ্যাডাপ্টর রিটেল বক্সে পাবেন না, আলাদাভাবে কিনতে হবে।

রিয়েলমি পি১ ফোনে শক্তিশালী ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সমন্বিত, যা ৪৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।