Copa America 2021: ব্রাজিল বনাম পেরুর সেমিফাইনাল ম্যাচ অনলাইনে কখন ও কীভাবে দেখবেন

মহামারী করোনার দাপটে দিনক্ষণ পিছিয়ে গেলেও বর্তমানে গোটা বিশ্ব কিন্তু মোটামুটি ফুটবল জ্বরে আক্রান্ত। একদিকে চলছে তুমুল গতি সম্পন্ন ইউরো কাপ, অন্যদিকে নান্দনিকতায় ভরা কোপা…

মহামারী করোনার দাপটে দিনক্ষণ পিছিয়ে গেলেও বর্তমানে গোটা বিশ্ব কিন্তু মোটামুটি ফুটবল জ্বরে আক্রান্ত। একদিকে চলছে তুমুল গতি সম্পন্ন ইউরো কাপ, অন্যদিকে নান্দনিকতায় ভরা কোপা আমেরিকা। ইউরোতে যেমন দেখা যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, হ্যারি কেন, ইডেন হ্যাজার্ড সহ একঝাঁক তারকা ফুটবলারদের, তেমনি কোপায় আবার লিওনেল মেসি, নেইমার, সুয়ারেজের মতো বিশ্ব সেরা ফুটবলাররা মাঠে নামছেন প্রতিনিয়ত। যদিও এখন আমরা কোপা আমেরিকা সম্পর্কেই কথা বলতে চলেছি। জানিয়ে রাখি, এবছর ৪৭ তম বর্ষে পা রাখল কোপা আমেরিকা প্রতিযোগিতা। জুনের ১৩ তারিখ থেকে শুরু করে জুলাইয়ের ১০ পর্যন্ত এটি চলবে। এখন আমরা প্রতিযোগিতার প্রায় শেষ লগ্নে পৌঁছে গেছি বলা যেতে পারে। ব্রাজিল এবং পেরু দুটি দলই সেমিফাইনালে পৌঁছে গেছে এবং আগামী ৫ তারিখ তারা পরস্পরের মুখোমুখি হতে চলেছে।

প্রসঙ্গত, আজ সকালে প্রথম দুটি কোয়ার্টার ফাইনালে, পেরু বনাম প্যারাগুয়ে এবং ব্রাজিল বনাম চিলি-র ম্যাচ ছিল। সেখানে, পেরু বনাম প্যারাগুয়ে ম্যাচ নির্ধারিত সময়ের পরেও অতিরিক্ত সময়ে গড়ায়। ফলাফল হয় ৩-৩, এর পর পেনাল্টি শুটআউটে পেরু পরাজিত করে প্যারাগুয়েকে। অপরদিকে, শক্তিশালী টিম চিলিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে দেয় ব্রাজিল।

এদিকে কোয়ার্টার ফাইনালের বাকী আছে আরও দুটি রোমহর্ষক ম্যাচ‌। একটি হল, লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম ইকুয়েডর এবং অন্যটি উরুগুয়ে বনাম কলম্বিয়া। কাল সকালে আয়োজিত এই দুটি ম্যাচের বিজয়ী দল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আগামী ৫ তারিখ। সেখান থেকে দুটি সেমিফাইনালের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে এবং পরাজিত দুটি দল লড়বে তৃতীয় স্থান অর্জনের জন্য। এখন, কোপা আমেরিকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগামী ম্যাচগুলি যদি আপনি দেখতে চান, তাহলে জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন।

কোপা আমেরিকা সেমিফাইনাল: ব্রাজিল বনাম পেরু: কখন দেখা যাবে?

প্রথম সেমিফাইনাল, ব্রাজিল বনাম পেরু ম্যাচটি ব্রাজিলের রিও দি জেনেইরোর নিলটন স্যান্টোজ স্টেডিয়ামে ৫ ই জুলাই লোকাল টাইম সন্ধ্যা ৮ টায় অনুষ্ঠিত হবে। কিন্তু ভারতে ম্যাচটি দেখা যাবে পরেরদিন অর্থাৎ, ৬ তারিখ ভোর ৪:৩০-টের সময়।

কোপা আমেরিকা সেমিফাইনাল: ব্রাজিল বনাম পেরু: কোথায় দেখা যাবে?

ভারতে কোপা আমেরিকা ২০২১ প্রতিযোগিতাটি সনি টেন এবং সনি সিক্স চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। ইংরেজী, বাংলা, তামিল, তেলেগু এবং মালায়লাম এই পাঁচটি ভাষায় আপনি ধারাভাষ্য শুনতে পারবেন। এছাড়াও ফুটবল ভক্তরা সনি লাইভ অ্যাপ এবং জিও টিভির মাধ্যমেও খেলা দেখতে পারবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন