বিশ্বের নজরে ভারত, এবার আমেরিকার Corning এদেশে বানাবে 1 হাজার কোটি টাকার গরিলা গ্লাস প্ল্যান্ট

কে. চন্দ্রশেখর রাও নেতৃত্বাধীন রাজ্য সরকার সেপ্টেম্বর ২০২৩-এ ঘোষণা করেছিল যে, আমেরিকার টেক জায়ান্ট Corning Inc. গরিলা গ্লাস উৎপাদনের জন্য তেলেঙ্গানাকে বেছে নিয়েছে৷ তবে তেলেঙ্গানার…

কে. চন্দ্রশেখর রাও নেতৃত্বাধীন রাজ্য সরকার সেপ্টেম্বর ২০২৩-এ ঘোষণা করেছিল যে, আমেরিকার টেক জায়ান্ট Corning Inc. গরিলা গ্লাস উৎপাদনের জন্য তেলেঙ্গানাকে বেছে নিয়েছে৷ তবে তেলেঙ্গানার সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে খবর প্রকাশিত হয়েছে যে, Apple-এর মূল সরবরাহকারী কর্নিং ইনকর্পোরেটেড (Corning Inc), ১,০০০ কোটি টাকার ফেসিলিটি স্থাপনের জন্য তেলেঙ্গানার পরিবর্তে তামিলনাড়ুকে বাছাই করেছে। দেশীয় ইলেকট্রনিক্স প্রস্তুতকারক সংস্থা Optiemus Infracom-এর সহযোগিতায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে, কর্নিং ইনক. তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলার শ্রীপেরামবুদুর ব্লকের পিল্লাইপাক্কাম গ্রামে প্রায় ১,০০০ কোটি টাকার উৎপাদন ফেসিলিটি স্থাপন করতে চাইছে। কোম্পানিটি প্রাথমিক পর্যায়ে প্রায় ৩০০ জনকে নিয়োগ করবে।

কর্নিং কেন তেলঙ্গানার বদলে তামিলনাড়ুকে বেছে নিল?

রিপোর্টে বলা হয়েছে যে, পেগাট্রন এবং ফক্সকনের মতো অন্যান্য অ্যাপল সরবরাহকারীদের নিকটবর্তী হওয়ার কারণে কর্নিং তেলঙ্গানার চেয়ে তামিলনাড়ুকে বেশি যোগ্য বলে মনে করেছে।

কবে মৌ চুক্তি স্বাক্ষরিত হবে?

২০২৩ সালের জানুয়ারিতে গ্লোবাল ইনভেস্টর মিট (জিআইএম) অনুষ্ঠানে মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং (MoU) স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।

অক্টোবর ২০২৩-এ, দেশীয় Optiemus Infracom Limited এবং Corning জানিয়েছিল যে, তারা প্রথম পর্যায়ে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ৩০ মিলিয়ন উচ্চ-মানের ফিনিশড কভার গ্লাস পার্টস তৈরি করবে এবং ভারত ইনোভেশন গ্লাস (বিআইজি) টেকনোলজিস পার্টস তৈরি করবে।

এর জন্য প্রায় ৫০০ জনের বেশি মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে। কভার গ্লাস ইলেকট্রনিক ডিভাইসের জন্য একটি মূল উপাদান। আর, উভয় সংস্থাই যৌথ উদ্যোগ এই কাজটি সম্পন্ন করবে।

অপটিমাসের চেয়ারম্যান অশোক কুমার গুপ্ত জানান, “আমরা বিশ্বব্যাপী এবং স্থানীয় ব্র্যান্ডের জন্য বিশ্বমানের হাই কোয়ালিটির প্রোডাক্ট উপলব্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি আমরা আগামী পাঁচ বছরে মোবাইল কনজিউমার ইলেকট্রনিক ডিভাইসের ফিনিশড কভার গ্লাস পার্টসের অন্যতম শীর্ষ নির্মাতা হিসেবে আবির্ভূত হতে চাই।”