করোনা পরিস্থিতিতে পিএফের টাকা তোলার নিয়মে বদল, কিভাবে অনলাইনে আবেদন করবেন জানুন

বর্তমানে মারণ করোনা ভাইরাসের কারণে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন একটি নতুন নিয়ম জারি করেছে, যার মাধ্যমে বিভিন্ন অফিসের কর্মচারীরা তাদের প্রভিডেন্ট ফান্ড থেকে আংশিক টাকা তুলতে পারবেন। সাধারণত প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা এরকমভাবে তোলা সম্ভব নয় কিন্তু পরিস্থিতির চাপে পড়ে এই প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন নতুন নিয়ম জারি করতে উদ্যোগী হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী ব্যবহারকারীরা তাদের প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্সের ৭৫% অথবা তিন মাসের মজুরি, যার টাকার পরিমাণ কম, তা নন- রিফান্ডেবল অ্যামাউন্ট হিসেবে তুলতে পারবেন প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে।

কিভাবে আপনারা অনলাইনে করোনাভাইরাস মহামারীর পরিস্থিতিতে প্রভিডেন্ট ফান্ড দাবী করতে পারবেন-

  • প্রথমে আপনাকে যেতে হবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের ওয়েব পোর্টালে- mem.epfindia.gov.in এবং এখানে আপনাকে ইউএএন নম্বর এবং পাসওয়ার্ড টাইপ করতে হবে।
  • তারপর আপনাকে যেতে হবে ‘অনলাইন সার্ভিসেস’ অপশন এবং সেখান থেকে ‘ক্লেইম’ অপশনটি সিলেক্ট করতে হবে।
  • তারপর আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ভেরিফাই করতে হবে।
  • এবার আপনাকে আপনার ব্যাংকের চেক বুক অথবা পাসবুকের একটি স্ক্যান করা কপি আপলোড করতে হবে।
  • তারপর আপনাকে জানাতে হবে কেন আপনি আপনার প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে চান। এখানে আপনাকে ‘ আউটব্রেক অফ প্যানডেমিক’ অপশনটি সিলেক্ট করতে হবে।
  • এবার আপনাকে একটি আধার নম্বর নির্ভর ওটিপি জেনারেট করতে হবে। ওটিপি জেনারেট হয়ে গেলে আপনার প্রভিডেন্ট ফান্ডের দাবি গ্রহণযোগ্য হবে। এবং এরপরে সেই দাবি আপনার অফিসের নিয়োগকর্তার কাছে পৌঁছাবে। সে আপনার দাবি গ্রহণ করলে আপনার কাছে প্রভিডেন্ট ফান্ডের টাকা চলে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *