Breaking: এবার থেকে একটি মোবাইল নম্বরে ছ'জনের জন্য Co-WIN অ্যাপে রেজিস্ট্রেশন করা যাবে

দেশজুড়ে দ্রুত এগোচ্ছে কোভিড-১৯ ভ্যাক্সিনেশন (Covid-19 Vaccination) কর্মসূচি। এক্ষেত্রে দেশবাসী ভ্যাকসিন নেওয়ার জন্য...
Julai Modal 21 Jan 2022 7:35 PM IST

দেশজুড়ে দ্রুত এগোচ্ছে কোভিড-১৯ ভ্যাক্সিনেশন (Covid-19 Vaccination) কর্মসূচি। এক্ষেত্রে দেশবাসী ভ্যাকসিন নেওয়ার জন্য Co-WIN অ্যাপ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারেন। এরজন্য মোবাইল নম্বর আবশ্যিক। এতদিন একটি মোবাইল নম্বরের মাধ্যমে চারজনের জন্য Co-WIN অ্যাপে রেজিস্ট্রেশন করা যেত। তবে আজ কেন্দ্রের তরফে নিয়ম বদলে ছয় জন করা হয়েছে।

আজ্ঞে হ্যাঁ! এবার থেকে একটি মোবাইল নম্বর দিয়ে ছয় জনের জন্য Co-WIN অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করা যাবে। আসুন কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে জেনে নেওয়া যাক।

• প্রথমে কো-উইন (Co-Win) ওয়েবসাইটে গিয়ে Register/Sign In করুন।

• এরপর নিজের বৈধ মোবাইল নম্বর এন্টার করে ‘Get OTP’ বাটনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গেই একটি ওটিপি সংখ্যা আপনার মোবাইল নম্বারে চলে আসবে।

• নিজের মোবাইলে প্রাপ্ত ওটিপি (OTP) যাচাইয়ের জন্য তা এন্টার করে ‘Verify’ বিকল্প বেছে নিন।

• ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনাকে নিজের নাম, লিঙ্গ, জন্মসাল নথিভুক্ত করতে হবে। এরপর ‘Register’ বাটনে ক্লিক করুন।

• এবার রেজিস্ট্রেশনকারী ব্যক্তির নামের পাশে ‘Schedule’ বিকল্পটিকে বেছে নিয়ে টিকাগ্রহণের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে হবে। এজন্য নিজের পিনকোড প্রদান করে ‘Search’ অপশনে ক্লিক করুন। এভাবে আপনি নিজের লোকেশনের কাছাকাছি অবস্থিত টিকাকেন্দ্রগুলির খোঁজ পেয়ে যাবেন।

• এছাড়া নিজের রাজ্য এবং জেলার নাম ব্যবহার করেও আপনি নিকটবর্তী টিকাকেন্দ্রের খোঁজ পেয়ে যাবেন।

• সব শেষে আপনার সুবিধা অনুযায়ী টিকাকেন্দ্র বেছে নিয়ে ‘Confirm’ বিকল্প চয়ন করুন।

উপরোক্ত উপায়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি সর্বোচ্চ ৬ জন পরিজনের টিকাকরণ সুনিশ্চিত করতে পারেন।

Show Full Article
Next Story