Royal Enfield-এর নতুন 350 সিসি বাইক লঞ্চ হতে পারে জুনেই, থাকবে Classic ও Meteor-এর ইঞ্জিন

বিগত কয়েক মাস ধরে চলছিল পরীক্ষা-নিরীক্ষা। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রয়্যাল এনফিল্ডের নতুন রোডস্টার বাইক লঞ্চ হতে পারে সামনের মাসেই। অটো নিউজ পোর্টালগুলির রিপোর্ট সত্যি হলে Royal Enfield Hunter 350 আত্মপ্রকাশ করছে জুনে। খুব সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে‌। প্রসঙ্গত, এপ্রিলে বাইকটির ট্রায়ালের ছবি সামনে এসেছিল। যা উৎপাদনের জন্য প্রস্তুত বলেই বার্তা দিয়েছিল।

Royal Enfield Hunter 350-এর আকৃতি অনেকটা Triumph Street Twin-এর মতো। রেট্রো স্টাইলের সাথে গোল হেডলাইট, টিয়ারড্রপ শেপের ফুয়েল ট্যাঙ্ক, গোলাকৃতি রিয়ার ভিউ মিরর, সিঙ্গেল পিস সিট, ফর্ক গেইটার আপ ফ্রন্ট, শক অ্যাবজর্ভার এবং অ্যালয় হুইল পেয়েছে এটি।

Meteor 350 ক্রুজার ও নতুন প্রজন্মের Classic 350-এর মতো এতেও J সিরিজের ৩৪৯ সিসি ইঞ্জিন থাকবে। যা ২০.৪ পিএস পাওয়ার এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করবে  গিয়ার থাকবে পাঁচটি। দু’চাকায় ডিস্ক ব্রেকের পাশাপাশি ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া হবে। ট্রিপার নেভিগেশন অপশনাল ফিচার হিসাবে মিলতে পারে।

Royal Enfield Hunter 350-এর এক্স-শোরুম মূল্য ১.৭৫ লাখ টাকার কাছাকাছি রাখা হতে পারে। এর ফলে সংস্থার J সিরিজের সবচেয়ে সস্তা মডেল হবে এটি। Yezdi Roadstar, Jawa Forty Two 2.1, এবং Honda CB350 RS-এর সঙ্গে হান্টারের প্রতিযোগিতা চলবে।