Traffic Laws: অপরিস্কার গাড়ি নিয়ে বেরোলেই জরিমানা, ড্রাইভিংয়ের সময় খাওয়া নিষেধ, পাঁচটি দেশের বিদঘুটে ট্র্যাফিক আইন

বড় রাস্তায় গাড়ি বা বাইক চালানোর সময় বেশ কিছু ট্রাফিক আইনকানুন পালন করেই আমাদের চলতে হয়। বিশেষ করে শহরাঞ্চলগুলিতে এই বিধি মেনে চলা অতি আবশ্যক। না হলেই যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা কবলে পড়তে হতে পারে অথবা গুনতে হতে পারে জরিমানা এমনকি উপরকি হিসেবে শ্রীঘরেও থাকতে হতে পারে। এই ট্রাফিক বিধিগুলির মধ্যে রয়েছে যেমন, বাক নেওয়ার সময় ইন্ডিকেটরের ব্যবহার, বড় রাস্তার সিগন্যাল পোস্টে লাল আলো জ্বলতে দেখলে দাঁড়িয়ে যাওয়া – এরকম টুকটাক নিয়ম আমরা সকলেই জানি। কিন্তু কখনো কি শুনেছেন গাড়ি চালানোর সময় স্টিয়ারিং থেকে এক মুহূর্তের জন্যও হাত তোলা যাবে না? অথবা তৃষ্ণায় ছাতি শুকিয়ে এলেও জল পান করা যাবে না? অথবা গাড়ির গায়ে সামান্য ধুলো জমলেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা? হ্যাঁ, এমনই সব বিদঘুটে নিয়মকানুন রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। এই প্রতিবেদনে এমনই কয়েকটি দেশের অদ্ভুত সব ট্র্যাফিক আইন সম্পর্কে আলোচনা করা হল।

দক্ষিণ আফ্রিকা (South Africa)

দক্ষিণ আফ্রিকা (South Africa)-তে প্রত্যেক পাঁচজন নাগরিকের মধ্যে একজনের গাড়ি রয়েছে। তা সত্ত্বেও গাডির আঘাত থেকে সে দেশের কৃষি খামার ও গবাদি পশুদের সুরক্ষার জন্য রয়েছে কঠোর আইন। কোনো নাগরিকের গাড়িতে যদি এইসব প্রাণীদের কোনোরকম ক্ষতি হয়, সে ক্ষেত্রে তাঁদের দিতে হয় ভারতীয় মুদ্রায় প্রায় ৩৭,০০০ টাকার অর্থদণ্ড। এমনকি যদি কোনো উটপাখির (Ostrich) সাথে গাড়ির ধাক্কা লাগে, তবে রুজু করা হতে পারে প্রাণী হত্যা মামলার মতো গুরুতর অপরাধের ধারা।

থাইল্যান্ড (Thailand)

থাইল্যান্ড (Thailand) ভ্রমণ পিপাসুদের জন্য একটি অতি পছন্দের দেশ। আমরা শুনেছি এর রাজধানী ব্যাংকক (Bangkok)-এর সব অলঙ্কৃত মন্দির এবং প্রাণবন্ত রাস্তাঘাটের কথা। কিন্তু এশিয়ার এই দেশে জামা পরিধান না করে গাড়ি চালানো আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবেই বিবেচিত হয়।

রাশিয়া (Russia)

রাশিয়া (Russia)-তে সামান্য ধুলো জমা গাড়ি যদি রাস্তায় বের করা হয় সে ক্ষেত্রে গুনতে হয় ভারতীয় মুদ্রায় প্রায় ৪,০০০ টাকার জরিমানা। এমনকি সেটি যদি গাড়ির ভেতরের কোনো অংশও যদি অপরিস্কার থাকে, তাহলেও একই আইন প্রযোজ্য। আবার শীতকালে যেহেতু সেখানে বরফ পড়ে তাই গাড়ির নম্বর প্লেটটি অবশ্যই পরিষ্কার রাখতে হবে। উপরন্তু যদি গাড়িটি নিজের বাড়ি অথবা সার্ভিসিং সেন্টার ছাড়া অন্য কোথাও ধোয়ানো হয়, তবেও তা আইনত অপরাধ বলেই বিবেচিত হয়।

স্পেন (Spain)

স্পেন (Spain)-এর কোনো নাগরিকের দৃষ্টির সমস্যার কারণে যদি চশমা থেকে থাকে, সে ক্ষেত্রে তাঁকে অবশ্যই গাড়িতে ব্যাকআপ হিসেবে আরেকটি অতিরিক্ত চশমা রাখতে হবে। এর কারণ যদি একটি চশমা কোনো কারণে ভেঙে যায় অথবা হারিয়ে যায়, তবে অপরটির সাহায্যে যাতে কাজ চালানো যায়। যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করে, তাহলে এরজন্য শাস্তি কী হবে তা সংশ্লিষ্ট পুলিশ অফিসারের উপরে নির্ভর করে।

সাইপ্রাস (Cyprus)

ভূমধ্যসাগরীয় দ্বীপ সাইপ্রাস (Cyprus)-এ গাড়ি চালানোর সময় অপ্রয়োজনে স্টিয়ারিং থেকে হাত ওপরে তুললেই গুরুতর জরিমানার শিকার হতে হয়। এমনকি গাড়ি চালাতে চালাতে কোনো খাবার বা পানীয় গ্রহণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। আসলে বিগত কয়েক বছরে দুর্ঘটনার সংখ্যা অত্যাধিক হারে বেড়েছে সে দেশে, তাই নিয়মে এত কড়াকড়ি করা হয়েছে।

Subhadip Dasgupta

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

3 hours ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

3 hours ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

5 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

5 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

6 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

6 hours ago