চিন নির্ভরতা কমিয়ে দেশেই তৈরি হবে উন্নত ব্যাটারি সেল, কেন্দ্রীয় সংস্থার সঙ্গে হাত মেলাল Godi India

বর্তমানে ভারতীয় বৈদ্যুতিক যানবাহন নির্মাতাদের ব্যাটারি সেলের জন্য চীন ও উত্তর কোরিয়ার মতো দেশগুলির উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। এদিকে বিদেশ থেকে আমদানিকৃত ব্যাটারি সেল ভারতের মতো চরমভাবাপন্ন জলবায়ু প্রধান দেশের জন্য মোটেই আদর্শ নয়। বিগত কয়েক মাসে এদেশে বৈদ্যুতিক স্কুটারে উপর্যুপরি অগ্নিকাণ্ড তারই সাক্ষ্য বহন করে। ব্যাটারি সেলের জন্য আত্মনির্ভরতা বাড়াতে Log9, C4V-এর মতো সংস্থাগুলি ইতিমধ্যেই সে ক্ষেত্রে ব্রতী হয়েছে। আবার সম্প্রতি Ola Electric তাদের এশিয়ার বৃহত্তম বৈদ্যুতিক ব্যাটারি সেলের গবেষণা কেন্দ্র তৈরির কথা ঘোষণা করেছে। সে পথের পথিক এবার হায়দ্রাবাদের সংস্থা Godi India।

কেন্দ্রীয় স্বয়ংশাসিত সংস্থা CSIR পরিচালিত CECRI-এর সাথে যৌথভাবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে প্রবেশ করেছে Godi India। তাদের সাথে হাত মিলিয়ে চেন্নাইয়ের তারামানি কারখানায় অত্যাধুনিক লিথিয়াম আয়ন সেল উৎপাদন করবে সংস্থাটি। এই নতুন কারখানার উদ্বোধন করেন ডঃ শেখর সি মানডে (ডিএসআইআর এর প্রাক্তন সচিব)। এছাড়া সিএসআইআর-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ কালাইসেলভি (সিইসিআরআই-এর ডিরেক্টর)।

উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে ডঃ শেখর সি মানডে বলেন, “সিইসিআরআই হল জ্ঞানের ভান্ডার যা বিজ্ঞানের সমস্ত দিককে আচ্ছাদিত করে। মহাকাশ, প্রতিরক্ষা, পারমাণবিক এবং অন্যান্য সামাজিক ক্ষেত্রে এর বৃহত্তর অবদান রয়েছে। Godi India-র সাথে জোট অত্যাধুনিক লিথিয়াম আয়ন সেল নির্মাণের নতুন অধ্যায় শুরু করবে। যা হবে পরবর্তী প্রজন্মের শক্তি সঞ্চয় ক্ষেত্র। আমরা ‘আত্মনির্ভর ভারত’ এর আওতায় দেশে ফলপ্রসু অবদানের জন্য নতুন পদক্ষেপ নিয়েছি।”

অন্যদিকে সিইসিআরআই-এর ডিরেক্টর ডঃ কালাইসেলভি বলেন, “ডিএসআইআর এর প্রাক্তন সচিব ডঃ শেখর সি মানডের উপস্থিতিতে Godi India-র সাথে সিইসিআরআই এর লিথিয়াম আয়ন সেল তৈরির উদ্যোগ শক্তি সঞ্চয়ের ক্ষেত্রে ভারতের জন্য একটি প্রসিদ্ধ উপলক্ষ।” আবার Godi India-র প্রতিষ্ঠাতা এবং সিইও মহেশ গোদি মন্তব্য করেন, “এই অংশীদারিত্ব কেবলমাত্র পরবর্তী প্রজন্মের সেল তৈরির প্রাথমিক পর্যায়। এই জোট লিথিয়াম আয়ন সেল তৈরিতে আমাদের বিশ্বাসযোগ্যতা এবং প্রযুক্তি শক্তির সাক্ষ্যকে নির্দেশ করে।”