ফর্মুলা চুরি করতে ভারতীয় ভ্যাকসিন নির্মাতাদের ওয়েবসাইট লক্ষাধিকবার হ্যাক করার চেষ্টা
'ভ্যাকসিন' এর খোঁজেই এখন গোটা বিশ্ব। বস্তুত করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী মহলে চলছে তুমুল...'ভ্যাকসিন' এর খোঁজেই এখন গোটা বিশ্ব। বস্তুত করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী মহলে চলছে তুমুল গবেষণা। সব দেশই চাইছে নিজের দেশে ভ্যাকসিন উৎপাদন করতে। ফলে বর্তমান পরিস্থিতিতে ভ্যাকসিনের ফর্মুলা কোন গুপ্তধনের চেয়ে কম মূল্যবান নয়। সেজন্য বিভিন্ন অসাধু উপায়েও ভ্যাকসিনের ফর্মুলা চুরির চেষ্টা চলছে। উল্লেখ্য, বিগত কয়েক মাসে ভারতের স্বাস্থ্য পরিষেবা ও ভ্যাকসিন নির্মাতাদের ওয়েবসাইটগুলি সাইবার অ্যাটাকের লক্ষ্যস্থল হয়ে উঠেছে। ১ অক্টোবর থেকে ২৫ নভেম্বর অব্দি এই সমস্ত ক্ষেত্রে ৭ মিলিয়নের (৭০ লাখ) বেশি সাইবার অ্যাটাক লক্ষ্য করা গেছে। এই তথ্য উঠে এসেছে CyberPeace Foundation সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট থেকে।
সংশ্লিষ্ট রিপোর্টে গবেষকরা লিখেছেন, “CyberPeace Foundation-এর গবেষণা বিভাগ, কোভিড-১৯ অতিমারীর সময় সাইবার হামলার পরিমাণে বৃদ্ধি লক্ষ্য করেছে। আমাদের সিমুলেটেড স্বাস্থ্য বিভাগ-ভিত্তিক থ্রেট ইনটেলিজেন্স সেন্সর নেটওয়ার্কে অক্টোবরে মোট ৫৪৩৪৮২৫ এবং নভেম্বরে(এখনো অব্দি) মোট ১৬৪৩১৬৯ টি হামলা ধরা পড়েছে।”
প্রসঙ্গত উল্লেখ্য, যে সিস্টেমগুলির সুরক্ষা ব্যবস্থা খুব একটা ভালো ছিল না, সেই সব সিস্টেমগুলিতে ইন্টারনেট সংযোগের পরেই সাইবার অ্যাটাকের শিকার হয়েছে। এছাড়া সমীক্ষা থেকে আরো জানা গেছে, এই ধরনের সিস্টেমগুলিতে রিমোট ডেস্কটপ প্রোটোকল এনেবল থাকাতেও হ্যাকাররা সহজে অ্যাক্সেস পেয়েছে। আবার পুরোনো Windows সার্ভারের ক্ষেত্রেও সাইবার হামলার প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে।
গবেষকদের মতে, করোনা অতিমারী শুরুর পর থেকেই স্বাস্থ্যক্ষেত্রে বেশ কিছু র্যানসামওয়্যার হামলাও হয়েছে। জানিয়ে রাখি, র্যানসামওয়্যার হল এমন একটি ম্যালওয়্যার যা আপনার সিস্টেমে ঢুকে সিস্টেম অচল করে দেয়। এরপর হামলাকারী সিস্টেম আবার ঠিক করে দেওয়ার জন্য অর্থমূল্য দাবী করে। করোনা পরিস্থিতিতে মেডিকেল স্টোর, বিলিং সিস্টেম ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে র্যানসামওয়্যার অ্যাটাক হয়েছে। এই সময়ে সর্বাধিক ব্যবহৃত র্যানসামওয়্যারগুলির মধ্যে আছে ‘NetWalker র্যানসামওয়্যার’, ‘PonyFinal র্যানসামওয়্যার’, ‘Maze র্যানসামওয়্যার’ ইত্যাদি।
CyberPeace-এর নতুন রিপোর্টের আগে মাইক্রোসফটও তিনটি হ্যাকার গ্রুপ থেকে ভ্যাকসিন আবিষ্কারের সঙ্গে জড়িত সাতটি প্রধান কোম্পানির উপর সাইবার হামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিল। এই হামলাগুলি চালানো হয়েছিল মূলত আমেরিকা, কানাডা, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া ও ভারতের কিছু ফার্মা কোম্পানিগুলির ওপর। মাইক্রোসফটের মতে, এই হামলাগুলি করা হয়েছিল রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার হ্যাকারদের মাধ্যমে। তাদের পিছনে সংশ্লিষ্ট দেশের সরকারি অনুমোদনও ছিল। Microsoft এই ঘটনার তীব্র নিন্দা করেছিল। সাইবারপিসের এই রিপোর্ট আরো একবার দেখিয়ে দিল, বড় বড় রাষ্ট্রের মধ্যে ভ্যাকসিন যুদ্ধ কোন স্তরে মানুষকে নিয়ে যাচ্ছে।