সবচেয়ে সস্তায় সেট টপ বক্স বিক্রি করছে DTH কোম্পানিগুলি, দেখুন কার কত দাম

টেলিকম কোম্পানিগুলির মতোই ডিটিএইচ কোম্পানিগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চরমে। প্রায় সমস্ত কোম্পানি বিভিন্নভাবে চেষ্টা করছে যত বেশি সংখ্যক গ্রাহক নিজের দখলে রাখা যায়। এই কারণে এবার Videocon D2h ও Tata Sky তাদের সেট টপ বক্সের দাম কমিয়ে দিল। যদিও ডি২এইচ ও টাটা স্কাই সেট টপ বক্সের দাম কমালেও Airtel Digital TV এর সেট টপ বক্সের মত এত সস্তা এখনও হয়নি।

এয়ারটেল এর স্ট্যান্ডার্ড ডেফিনেশন অর্থাৎ SD সেট টপ বক্সের দাম ১,১০০ টাকা। আবার হাই ডেফিনেশন অর্থাৎ এইচডি সেট টপ বক্সের দাম ১,৩০০ টাকা। অন্যদিকে দাম কমার পর টাটা স্কাইয়ের SD সেট টপ বক্সের নতুন দাম হয়েছে ১,৩৯৯ টাকা। আর HD সেট টপ বক্সের নতুন দাম হয়েছে ১,৪৯৯ টাকা।

এদিকে দাম কমার পর D2h HD সেট টপ বক্স পাওয়া যাবে ১,৫৯৯ টাকায়। আবার ১,৪৯৯ টাকায় পাওয়া যাবে SD সেট টপ বক্স।এরআগে এই দুই সেট টপ বক্সের দাম ছিল যথাক্রমে ১,৬৯৯ টাকা ও ১,৫৯৯ টাকা। দামের তুলনা করলে Dish TV এর সাথে Videocon D2h এর অনেক মিল আছে। ডিশ টিভির এইচডি সেট টপ বক্সের মূল্য ১,৫৯০ টাকা। আবার এসডি সেট টপ বক্সের মূল্য ১,৪৯০ টাকা।

অন্যদিকে সান ডাইরেক্ট এর এইচডি সেট টপ বক্সের দাম ১,৯৯৯ টাকা এবং এসডি সেট টপ বক্সের দাম ১,৭৯৯ টাকা। আপনাকে জানিয়ে রাখি D2h Gold HD কম্বো এর সাথে একমাসের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এতে এইচডি কানেকশনের সাথে ২৪৮ টি চ্যানেল পাওয়া যাবে। আবার এসডি কানেকশনেও গোল্ড প্যাকে একমাস ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। এখানে ২২৯ টি চ্যানেল অফার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *