তথ্য চুরি রুখতে‌ দ্রুত ‘ডেটা প্রোটেকশন বিল’ পাসের পক্ষে সওয়াল চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের

ভার্চুয়াল জগতে তথ্য চুরির ঘটনা এখনকার দিনে একটি অত্যন্ত সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। তবে এরফলে বিপদে পড়তে পারেন সাধারণ মানুষ। আর তাই এই বিষয়ে কড়া পদক্ষেপ নিতে ভারতের চিপ অফ ডিফেন্স স্টাফ (CDS) বিপিন রাওয়াত (Bipin Rawat) ‘ডেটা প্রোটেকশন বিল’ (Data Protection Bill) দ্রুত পাস করানোর পক্ষে সওয়াল করলেন। ২০১৯ সালে পার্লামেন্টে বিলটি পেশ করা হলেও এখনো পর্যন্ত বিভিন্ন কারণে তা পাস করা যায়নি।

হ্যাকিং ও সাইবার নিরাপত্তা নিয়ে কেরালা পুলিশ আয়োজিত ১৪ তম ‘coCon’ আলোচনা সভার উদ্বোধন করতে এসে তিনি বলেন, ‘দেশের ডিজিটাল সম্পত্তি রক্ষা করতে হলে সরকারি বিভিন্ন নিরাপত্তা বিভাগগুলিকে একসাথে সমন্বয় রেখে কাজ করতে হবে।’ সিডিএস জানান,’ ভারতবর্ষে এখনো পর্যন্ত কোনও নির্দিষ্ট সাইবার নিরাপত্তা আইন নেই। তাই জাতীয় স্তরে ভার্চুয়াল স্পেস নিয়ন্ত্রণের জন্য একটি কাঠামো তৈরি করার প্রয়োজন রয়েছে। একাধিক সরকারি নিরাপত্তা এজেন্সি, দেশের নিরাপত্তার বিষয়টি নিয়ে কাজ করে। জাতীয় নিরাপত্তা বাহিনীতে যেমন সাইবার এক্সপার্ট রয়েছেন, সেরকমই রাজ্য পুলিশেরও সাইবার সেল রয়েছে। তাই দেশের ডিজিটাল সম্পদকে রক্ষা করতে গেলে বিভিন্ন সরকারের নিয়ন্ত্রণাধীন এই সমস্ত বিশেষজ্ঞদের এবং বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের সকলকে সম্মিলিতভাবে একটি লক্ষ্য নিয়ে একসাথে কাজ করতে হবে।’

এই ভার্চুয়াল ভাষণে রাওয়াত জানান,’ ভারতবর্ষে ডিজিটাল পেমেন্টের সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, তার সাথে সাথে বিভিন্ন জটিল নিরাপত্তা সংক্রান্ত অপরাধও বেড়ে চলেছে। তথ্যপ্রযুক্তি আইনের আরো সংশোধনের প্রয়োজন রয়েছে। ২০০৮ সালের পর থেকে এই আইনকে আর সংশোধন করা হয়নি।’ সিডিএস বলেন,’ পৃথিবীর বিভিন্ন দেশে ইতিমধ্যেই ডেটা প্রোটেকশন আইন রয়েছে। কিন্তু ভারতবর্ষে সেই আইন ২০১৯ সালে পার্লামেন্টে পেশ হলেও এখনো তা পাস হয়নি। আমাদের সকলকে একসাথে কাজ করে এই বিল দ্রুত পাস করাতে হবে। কারণ বর্তমান ভার্চুয়াল দুনিয়াতে তথ্য চুরি একটি অত্যন্ত সাধারণ অপরাধে পরিণত হয়েছে।’

একটি রিপোর্ট অনুযায়ী , কোভিড অতিমারীর সময়ে ভারতবর্ষে তথ্য চুরির ঘটনা প্রায় ৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে রাওয়াত কেরালা পুলিশকে সাইবার স্পেসের অন্ধকার শক্তির বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ার জন্য ধন্যবাদ জানান।