Samsung Galaxy S21 ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর

দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন কোম্পানি Samsung, আগামী মাসেই অর্থাৎ জানুয়ারিতে লঞ্চ করতে পারে Galaxy S21 সিরিজ। এই সিরিজে তিনটি ফোন থাকতে পারে S21, S21+, এবং S21 Ultra। ইতিমধ্যেই এই ফোনগুলিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এবার এদের মধ্যে Samsung Galaxy S21 ফোনটিকে SM-G991U মডেল নম্বর সহ বেঞ্চমার্ক সাইট Geekbench এ অন্তর্ভুক্ত করা হল। এখানে ফোনটিকে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৮৮ এর সাথে দেখা গেছে।

Samsung Galaxy S21 কে “LAHAINA” মাদারবোর্ডের সাথে দেখা গেল Geekbench এ

গিকবেঞ্চে স্যামসাং গ্যালাক্সি এস২১ কে LAHAINA মাদারবোর্ডের সাথে অন্তর্ভুক্ত আছে। যেটি হল কোয়ালকমের লেটেস্ট প্রসেসরের কোডনেম। অর্থাৎ এই ফোনটি স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের সাথে আসবে। এছাড়াও Samsung Galaxy S21 ফোনে থাকবে ৮ জিবি র‌্যাম এবং অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম।

Samsung Galaxy S21 spotted on Geekbench

আজই স্যামসাং গ্যালাক্সি এস২১ কে গিকবেঞ্চে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে ফোনটির মডেল নম্বর SM-G991U। ফোনটি সিঙ্গেল কোর টেস্টে ১০৭৫ স্কোর করেছে। আবার এর মাল্টি কোর টেস্টে স্কোর ২৯১৬। জানিয়ে রাখি এই একই ফোনকে কিছুদিন আগে ভারতীয় সার্টিফিকেশন সাইট BIS এ দেখা গিয়েছিল।

Samsung Galaxy S21 এর ডিজাইন ও স্পেসিফিকেশন 

ইতিমধ্যেই স্যামসাং গ্যালাক্সি এস২১ ফোনের রেন্ডার সামনে এসেছে। যেখান থেকে জানা গেছে এই ফোনে মেটাল গ্লাস বডি থাকবে এবং এর ডিসপ্লে ডিজাইন হবে পাঞ্চ হোল। এই ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আবার ফোনটি ৬.২ ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে সহ আসবে। যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ।

এতে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের সাথে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই ৩ সিস্টেমে চলবে। আবার এতে থাকতে পারে ৪,০০০ এমএএইচ ব্যাটারি।