ফুল চার্জে চলবে ১৪ দিন, স্টাইলিশ Amazfit Bip 3, Bip 3 Pro স্মার্টওয়াচ বাজারে হাজির

ভারতীয় স্মার্টওয়াচের বাজারে এবার আত্মপ্রকাশ করল নতুন Amazfit Bip 3 সিরিজের দুটি মডেল, যাদের নাম Amazfit Bip 3 এবং Bip 3 Pro। খুব শীঘ্রই এই দুটি মডেলের বিক্রি শুরু হবে । ১.৬৯ ইঞ্চি কালার ডিসপ্লের সাথে এসেছে নতুন এই স্মার্টওয়াচগুলি। পাশাপাশি এর ওপরে রয়েছে ২.৫ডি টেম্পারড গ্লাসের আচ্ছাদন।ঘড়িগুলিতে একাধিক সেন্সর উপলব্ধ। উল্লেখ্য, Amazfit Bip 3 সিরিজের স্মার্টওয়াচগুলি ২০২০ সালে লঞ্চ হওয়া Bip U সিরিজের উত্তরসূরী। চলুন দেখা যাক নতুন Amazfit Bip 3 এবং Bip 3 Pro স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Amazfit Bip 3 এবং Bip 3 Pro স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

অ্যামেজফিট বিপ ৩ স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ৫৯.৯৯ ডলার ( প্রায় ৪,৬৮০ টাকা ) এবং অ্যামেজফিট বিপ ৩ প্রো স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে ৬৯.৯৯ ডলার ( প্রায় ৫,৪৬৯ টাকা )। ভারতীয় বাজারে এর দাম এবং লভ্যতা এখনো জানা না গেলেও, খুব শীঘ্রই সেই সংক্রান্ত তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে। কারণ ইতিমধ্যেই ই-কমার্স সাইট অ্যামাজনে ব্লু, ব্ল্যাক এবং পিংক কালার অপশনে স্মার্টওয়াচগুলিকে দেখা গেছে।

Amazfit Bip 3 এবং Bip 3 Pro স্মার্টওয়াচের ফিচার ও স্পেসিফিকেশন

নতুন অ্যামেজফিট বিপ ৩ সিরিজের স্মার্টওয়াচগুলিতে রয়েছে একাধিক হেলথ মনিটরিং ফিচার। মাত্র ২৫ সেকেন্ডের মধ্যে এগুলি ব্যবহারকারীর ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল পরিমাপ করতে পারবে। এছাড়াও এগুলিতে পাওয়া যাবে হার্ট রেট, স্লিপ, মেনস্ট্রুয়াল সাইকেল এবং স্ট্রেস মনিটরিং ফিচার। শুধু তাই নয়, এই স্মার্টওয়াচগুলিতে ৬০টিরও বেশি স্পোর্টস মোড উপলব্ধ। সাথে রয়েছে পিএআই হেলথ অ্যাসেসমেন্ট সিস্টেম ( PAI Health Assessment System)।

অন্যদিকে, অ্যামেজফিট বিপ ৩ স্মার্টওয়াচে জিপিএস টেকনোলজি সাপোর্ট করবে। এর জন্য এটি মোবাইলের নেটওয়ার্ক ব্যবহার করতে সক্ষম। আবার অ্যামেজফিট বিপ ৩ প্রো স্মার্টওয়াচ জিপিএস ও চারটি স্যাটেলাইট পজিশনিং সিস্টেম সাপোর্ট সহ এসেছে। এটি ব্যবহারকারীকে তাদের যাতায়াতের রাস্তা নির্ভুলভাবে ট্র্যাক করতে সাহায্য করবে।

এবার আসা যাক নতুন Amazfit Bip 3 সিরিজের স্মার্টওয়াচের ব্যাটারির প্রসঙ্গে। এই সিরিজের দুটি ভ্যিরিয়েন্টেই ব্যবহৃত হয়েছে ২৮০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ১৪ দিন পর্যন্ত একটানা পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।