2028 সাল পর্যন্ত নিয়মিত আপডেট, ফোন সুরক্ষিত রাখতে বিরাট সিদ্ধান্ত নিল Xiaomi

শাওমি চলতি সপ্তাহেই তাদের বহু প্রতীক্ষিত ক্যামেরা ফ্ল্যাগশিপ, Xiaomi 13T এবং 13T Pro লঞ্চ করছে। উৎকৃষ্ট মানের স্পেসিফিকেশনের পাশাপাশি এই ফোন দুটির অন্যতম আকর্ষণ দীর্ঘদিনব্যাপী সফ্টওয়্যার আপডেট পলিসি। Xiaomi 13T এবং 13T Pro চারটি মেজর অ্যান্ড্রয়েড আপডেটের পাশাপাশি পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ পাবে বলে শাওমি সেপ্টেম্বরের শুরুতেই ঘোষণা করেছিল। জানিয়ে রাখি এর আগে সংস্থা তিন বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপগ্রেড ও সর্বোচ্চ চার বছরের সিকিউরিটি আপডেট অফার করেছে।

Xiaomi 13T এবং 13T Pro-এ পাওয়া যাবে চারটি বড় অ্যান্ড্রয়েড আপডেট

শাওমি তাদের ১৩টি সিরিজের জন্য যে চারটি মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে, তা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২৩ সিরিজের জন্য ঘোষণা করা সফ্টওয়্যার আপডেটের সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। আর গুগলের পিক্সেল ৭ সিরিজের ফোনগুলির জন্য অফার করা তিনটি প্রধান অ্যান্ড্রয়েড আপগ্রেডের চেয়ে ভালো।

Xiaomi 13t and Xiaomi 13t pro to receive software update

জানিয়ে রাখি, স্ট্যান্ডার্ড Xiaomi 13T-এ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) প্যানেল রয়েছে, যা ১.৫কে রেজোলিউশন (২,৭১২ x ১,২২০ পিক্সেল), ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ২,৬০০ নিট পিক ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা অফার করে। ডিভাইসটি MediaTek Dimensity 8200 Ultra প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ যুক্ত রয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে, Xiaomi 13T-এর রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX707 প্রাইমারি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে ২০ মেগাপিক্সেলের Sony IMX596 সেলফি ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 13T-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৬৭ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।

অন্যদিকে,Xiaomi 13T Pro-এ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ক্রিস্টালরেস প্যানেল রয়েছে, যা ১.৫কে রেজোলিউশন (২,৭১২ x ১,২২০ পিক্সেল), ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ২,৬০০ নিট পিক ব্রাইটনেস লেভেল অফার করে। 13T Pro-এ MediaTek Dimensity 9200 Ultra চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সাথে ১২ জিবি / ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি /৫১২ জিবি / ১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজ মিলবে।

ফটোগ্রাফির জন্য, Xiaomi 13T Pro-এর রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX 707 সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের OmniVision OV50D টেলিফোটো সেন্সর এবং ১২ মেগাপিক্সেলের Omnivision OV13B আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স বর্তমান। আর ফোনের সামনে ২০ মেগাপিক্সেলের Sony IMX596 সেন্সর উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 13T Pro-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।