সেলফিও তুলতে পারবেন, Fujifilm নিয়ে আসল প্রিমিয়াম লুকের ইন্সট্যান্ট ক্যামেরা, দাম শুরু ১৬,৯৯৯ টাকা থেকে

Instax Square SQ40 কিনতে পারবেন ৩০ জুন, ২০২৩ থেকে, আর এর দাম রাখা হয়েছে ১৬,৯৯৯ টাকা।

Fujifilm আজ ভারতে India Instax, Instax সিরিজের দুটি নতুন প্রোডাক্ট ঘোষণা করেছে, সেগুলি হলো Instax Square SQ40 ইনস্ট্যান্ট ক্যামেরা এবং Instax mini Evo এর ব্রাউন কালার ভ্যারিয়েন্ট। এই নতুন ইন্সট্যাক্স ক্যামেরাগুলি অত্যাধুনিক বৈশিষ্ট্য অফার করে, যা আপনার প্রিয় ছবিগুলি দীর্ঘদিন পর্যন্ত উপভোগ করার সুযোগ দেয়।

Fujifilm Instax Square SQ40 ও Instax mini Evo এর দাম ও লভ্যতা

Instax Square SQ40 কিনতে পারবেন ৩০ জুন, ২০২৩ থেকে, আর এর দাম রাখা হয়েছে ১৬,৯৯৯ টাকা। এদিকে Instax mini Evo এর নতুন কালার অপশনের মূল্য আগের ভ্যারিয়েন্টের মতো ১৮,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে।

ফিচার ও স্পেসিফিকেশন

Fujifilm Instax Square SQ40 এনালগ ইন্সট্যান্ট ক্যামেরায় একটি প্রিমিয়াম লেদার-লুক ডিজাইন রয়েছে, যেটিকে আভিজাত্য এবং আধুনিক কার্যকারিতার সমন্বয় বলা যেতে পারে। এই ক্যামেরায় একটি “Automatic Exposure” ফিচার রয়েছে, যা যেকোনো ছবি ক্যাপচার করার সময় সেরা এক্সপোজার নিজেই খুঁজে নেয়। আর এই ফিচারটি ব্যবহার করার জন্য, লেন্স ব্যারেলটি ঘুরিয়ে ক্যামেরা অন করতে হবে, তারপর ছবি তোলার জন্য অবজেক্টের উপর পয়েন্ট করতে হবে এবং শাটার বাটনটি প্রেস করতে হবে।

আবার সেলফি বা ক্লোজ-আপ শট নেওয়ার জন্য আপনি একই দিকে লেন্স ব্যারেল রেখে সেলফি মোডে স্যুইচ করতে পারেন। এই সহজ পদক্ষেপগুলি মেনে চললেই আপনিও ধীরে ধীরে প্রফেশনাল ফটোগ্রাফারের মতোই ছবি ক্যাপচার করতে পারবেন।

এদিকে মিনি-ইভোয় “Brown” কালারের সংযোজন এটিকে ক্রেতাদের কাছে আরো আকর্ষণীয় করে তুলবে। পাশাপাশি এবার থেকে ক্রেতারা সহজেই নিজের পছন্দসই রংয়ের ক্যামেরাও বেছে নিতে পারবেন।

ফুজিফিল্ম ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মিঃ কোজি ওয়াদা বলেছেন, “ফুজিফিল্ম ইন্ডিয়া সর্বদা তাদের গ্রাহকদের জন্য উন্নত প্রযুক্তির সাথে আকর্ষণীয় প্রোডাক্ট আনতে সচেষ্ট। ইন্সট্যাক্স সিরিজটি অনেক ক্রেতাই ভীষণ পছন্দ করেন, কারণ এটি শুধুমাত্র একটি প্রযুক্তি নয়, আবেগ অনুভব করার এবং ভবিষ্যতে স্মৃতির স্বাদ নেওয়ার একটি অন্যতম উপায়। এটি তরুণ প্রজন্মের মধ্যে “Culture of Photography”কে বাঁচিয়ে রাখতেও সাহায্য করে। Instax সিরিজের SQ40 মডেলটির এই উদ্দেশ্যগুলিকে আরও শক্তিশালী করবে।”

সময়ের সাথে সাথে ক্রেতাদের চাহিদা ও পছন্দ পরিবর্তন হয়। তাই সেই চাহিদা পূরণের জন্য Instax mini EVO-এর একটি ব্রাউন সংস্করণও নিয়ে আসা হয়েছে। এটি Instax সিরিজের ফ্ল্যাগশিপ মডেল, আর একটি হাইব্রিড ইনস্ট্যান্ট ক্যামেরা।