এখন না কিনলে কবে! রিপাবলিক ডে সেলে বিপুল সস্তায় বিক্রি হবে Nothing Phone 2

নাথিং (Nothing) ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে চাইলে আপনার জন্য সুখবর। আসন্ন প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কোম্পানিটি ফ্লিপকার্টে (Flipkart) বিশেষ রিপাবলিক ডে সেলের ঘোষণা করেছে। আগামী ১৪ জানুয়ারি থেকে ফ্ল্যাগশিপ Nothing Phone (2)-এর সমস্ত ভ্যারিয়েন্টের সাথে এক্সক্লুসিভ অফার মিলবে। বছরের অন্যান্য সময়ের তুলনায় সেলে অনেক সস্তায় মিলবে ফোনটি।

Nothing Phone (2)-এর রিপাবলিক ডে সেলের ডিল ঘোষিত হল

সেল চলাকালীন, ৪৯,৯৯৯ টাকা মূল্যের নাথিং ফোন (২)-এর ১২ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি মাত্র ৩৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট ফোন এক্সচেঞ্জে সীমিত সময়ের জন্য ৩,০০০ টাকা ছাড় এবং আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের কার্ড ব্যবহার করা গ্রাহকদের জন্য অতিরিক্ত ২,০০০ টাকা ছাড়৷ যারা ৬৫ ওয়াট সিএমএফ (CMF) চার্জার কিনতে আগ্রহী তারা ফ্লিপকার্ট থেকে নাথিং ফোন (২) কিনলে চার্জারটি ১,৯৯৯ টাকায় পাবেন। এমনিতে এই ২,৯৯৯ টাকা দামের চার্জারটি বর্তমানে ২,৬৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

Nothing Phone (2)-এর স্পেসিফিকেশন

নাথিং ফোন (২)-এর রিয়ার প্যানেলে রয়েছে আপগ্রেড করা এলইডি স্ট্রিপ দ্বারা সজ্জিত গ্লাইফ (Glyph) ইন্টারফেস, যা এর পূর্বসূরির চেয়ে বেশি ফাংশনালিটি অফার করে। আর ফোনের সামনে ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ১,০৮০ x ২,৪১২ পিক্সেলের রেজোলিউশন এবং ১,৬০০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৭ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে৷ এটি সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ২ প্রসেসর দ্বারা চালিত, যা শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে।

ফটোগ্রাফির জন্য, Nothing Phone (2)-এর ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং ইন-সেন্সর জুম সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা উপস্থিত রয়েছে। আর সেলফির জন্য, ফোনের সামনে ইলেকট্রনিক্স ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সহ একটি ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বিদ্যমান৷

পাওয়ার ব্যাকআপের জন্য, Nothing Phone (2)-এ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৩ ওয়াট ওয়্যার্ড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে লেটেস্ট নাথিং ওএস ২.০ (Nothing OS 2.0) কাস্টম স্কিনে রান করে। এটি নতুন উইজেট, থিম কালার এবং ফোল্ডার লেআউট নিয়ে এসেছে।