Hero Electric বছরে 10 লক্ষ স্কুটার তৈরি করবে ভারতে, 1200 কোটি টাকা লগ্নির ভাবনা

একসময়কার হারানো জনপ্রিয়তা ফিরে পেতে যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের প্রখ্যাত বৈদ্যুতিক টু-হুইলার কোম্পানি হিরো ইলেকট্রিক (Hero Electric)। গতকালই তারা একসাথে তিনটি নতুন ব্যাটারি পরিচালিত স্কুটার লঞ্চ করেছে। আর এবারে দেশীয় সংস্থাটি উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়ানোর কথা ঘোষণা করল। হিরো জানিয়েছে, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে তারা ভারতে বার্ষিক ১০ লক্ষের বেশি দু’চাকার গাড়ি উৎপাদন করবে।

Hero Electric বার্ষিক ১০ লক্ষের বেশি ই-স্কুটার তৈরি করবে

নতুন লঞ্চ হওয়া হিরোর ইলেকট্রিক স্কুটারগুলির দাম ৮৫,০০০ টাকা থেকে ১.৩ লক্ষ টাকার (এক্স-শোরুম) মধ্যে রাখা হয়েছে। সংস্থাটি রাজস্থানে তাদের একটি পরিবেশবান্ধব যানবাহন তৈরির কারখানা নির্মাণের পরিকল্পনা করছে। যেখানে বছরে ২০ লক্ষ টু-হুইলার উৎপাদিত হবে। এজন্য তারা প্রায় ১২০০ কোটি টাকা বিনিয়োগ করবে।

উৎপাদন বাড়ানোর বিষয়ে Hero Electric-এর বক্তব্য

এই প্রসঙ্গে হিরো ইলেকট্রিকের ম্যানেজিং ডিরেক্টর নবীন মুঞ্জল বলেন, “আমরা দেশের ক্রমবর্ধমান ইলেকট্রিক ভেহিকেলের চাহিদা পূরণ করতে আমাদের অংশীদারি সংস্থাগুলির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছি। ফলস্বরূপ আমরা আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে প্রতি বছর ১০ লক্ষের বেশি টু-হুইলার নির্মাণের ঘোষণা করতে পেরে গর্বিত।”

কবে থেকে বছরের ১০ লক্ষ ইউনিট উৎপাদন শুরু হবে প্রশ্ন করা হলে মুঞ্জল বলেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে আরম্ভ হবে। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, দেশের ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা বাজারে ব্যাপক হারে বাড়ছে। যার জোগান দিতেই এই উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা।

প্রসঙ্গত, বর্তমানে লুধিয়ানাতে একটি নতুন ফ্যাক্টরি গড়ে তোলার কাজ করছে হিরো ইলেকট্রিক। পাশাপাশি, তাদের অংশীদারী সংস্থা মাহিন্দ্রা গোষ্ঠীর মধ্যপ্রদেশের পিতামপুরা কারখানায় বার্ষিক উৎপাদনের সক্ষমতা ৫ লক্ষ ইউনিটে পৌঁছানো হয়েছে। গতকাল হিরোর নতুন লঞ্চ হওয়া স্কুটারগুলি হল – Optima CX5.0 (ডুয়েল ব্যাটারি), Optima CX2.0 (সিঙ্গেল ব্যাটারি) এবং NYX (ডুয়েল ব্যাটারি)।