দুর্দান্ত ফিচারের Xiaomi 11 Lite NE 5G ভারতে লঞ্চ হল, দিওয়ালি সেলে পাবেন ১,৫০০ টাকা ছাড়

Xiaomi 11 Lite NE 5G আজ ভারতীয় বাজারে লঞ্চ হল। আসন্ন দিওয়ালি সেলে ফোনটির দাম শুরু হবে ২৫,৪৯৯ টাকা থেকে। গত ১৫ সেপ্টেম্বর Xiaomi 11T, Xiaomi 11T Pro-এর সাথে প্রথম গ্লোবাল মার্কেটে এই ফোনটি পা রেখেছিল। স্লিমেস্ট ও লাইটেস্ট Xiaomi 11 Lite NE 5G ফোনে আছে ১০-বিট অ্যামোলেড ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। আবার ফোনটি ৪,২৫০ এমএএইচ ব্যাটারি ও ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। ভারতে Xiaomi 11 Lite NE 5G প্রতিদ্বন্দ্বী হিসেবে পাবে Realme GT Master Edition, Samsung Galaxy M52 5G সহ এই রেঞ্জের অন্যান্য ফোনকে।

Xiaomi 11 Lite NE 5G ভারতে দাম, সেল অফার

শাওমি ১১ লাইট এনই ৫জি ফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ২৬,৯৯৯ টাকা। আবার ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ২৮,৯৯৯ টাকা। ফোনটি চারটি কালারে এসেছে – ডায়মন্ড ডেজেল, টাস্কানি কোরাল, ভিনাইল ব্ল্যাক ও জ্যাজ ব্লু। শাওমি ১১ লাইট এনই ৫জি কোম্পানির নিজস্ব সাইট mi.com, ই-কমার্স সাইট Amazon, ও অফলাইন রিটেল স্টোর থেকে পাওয়া যাবে। আগামী ২ অক্টোবর থেকে ফোনটির সেল শুরু হবে।

কোম্পানির তরফে জানানো হয়েছে, আসন্ন Diwali With Mi ও Amazon Great Indian Festival Sale-এ (২-৭ অক্টোবর) ফোনটি ১,৫০০ টাকা ডিসকাউন্টে বিক্রি হবে। অর্থাৎ ফোনটির ৬ জিবি ও ৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে ২৫,৪৯৯ টাকায় ও ২৭,৪৯৯ টাকায় কেনা যাবে। এছাড়া SBI ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডাররা ফোনটির ওপর ২,০০০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন। রয়েছে ৯ মাসের নো কস্ট ইএমআই অফারও।

Xiaomi 11 Lite NE 5G স্পেসিফিকেশন, ফিচার

ডুয়েল সিমের শাওমি ১১ লাইট এনই ৫জি ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০ x ১০৮০ পিক্সেল) ১০-বিট অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে, যা এইচডিআর১০+, ২০:৯ এসপেক্ট রেশিও, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ডলবি ভিশন সাপোর্ট করবে। ডিসপ্লের প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে কনিং গরিলা গ্লাস ৫। শাওমি ১১ লাইট এনই ৫জি ফোনে এড্রেনো ৬৪২এল জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করেছে। ফোনটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR4X) ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 2.2) সহ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Xiaomi 11 Lite NE 5G ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এগুলি হল এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ) ও ৫ মেগাপিক্সেল টেলি ম্যাক্রো সেন্সর। এই ক্যামেরায় বিভিন্ন মোড উপস্থিত – স্টেরি স্কাই, ওয়েল পেইন্টিং, নিয়ন ট্রেইলস প্রভৃতি। ফোনের সামনে পাওয়া যাবে এফ/২.২৪ অ্যাপারচার সহ ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Xiaomi 11 Lite 5G NE ফোনটি ৪,২৫০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যার সঙ্গে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১-ভিত্তিক এমআইইউআই ১২.৫ সিস্টেমে রান করবে। এছাড়া এতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ডুয়েল স্পিকার রয়েছে।

কানেক্টিভিটি অপশনের মধ্যে এই ফোনে আছে 5G (১২টি ব্যান্ড সাপোর্ট), 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি, আইআর ব্লাস্টার ও ইউএসবি টাইপ সি পোর্ট। এই ফোনের ওজন ১৫৮ গ্রাম‌।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন