Samsung Galaxy S22 FE, Galaxy S23 ফোনে থাকছে না Mediatek প্রসেসর, গুজব ওড়াল টিপস্টার

সম্প্রতি শোনা যাচ্ছিল যে, দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক সংস্থা Samsung Electronics তাদের আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজে সংস্থার নিজস্ব প্রসেসর Exynos এবং আমেরিকার Qualcomm বিকশিত Snapdragon চিপসেট ব্যবহার না করার পরিকল্পনা নিয়েছে। সংস্থার আসন্ন কয়েকটি ফোনে মিডিয়াটেক প্রসেসর থাকবে। যদিও এই গুজবকে উড়িয়ে দিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক জনপ্রিয় টিপস্টার সাফ জানিয়ে দিয়েছেন যে, এটি শুধুমাত্রই গুজব, Samsung তাদের অন্যান্য ডিভাইসের ন্যায় আসন্ন Galaxy S22 FE মডেল বা Galaxy S23 সিরিজেও Exynos ও Qualcomm চিপসেটের ব্যবহার অব্যাহত রাখবে।

Samsung Galaxy S22 FE বা Galaxy S23 স্মার্টফোন আসবে না MediaTek চিপসেটের সাথে, দাবি টিপস্টারের

যারা এই বিষয়ে অবগত নন তাদের জানিয়ে দিই যে, হালফিলে প্রকাশ্যে আসা একটি রিপোর্টে, দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্টটি সম্ভবত এক্সিনস বা কোয়ালকম প্রসেসরের থেকে সরে, তাদের ডিভাইস গুলিকে মিডিয়াটেক ডাইমেনসিটি (MediaTek Dimensity) চিপসেট সহ নিয়ে আসবে বলে দাবি করা হয়েছিল। সেক্ষেত্রে, আসন্ন Galaxy S22 FE মডেলটি শক্তিশালী ডাইমেনসিটি এসওসি (SoC) এর সাথে আসবে বলে জানা গেছে। একইভাবে, কোরিয়ান মিডিয়ার তরফ থেকে আরও বলা হয়েছিল যে, নেক্সট জেনারেশন Galaxy S23 সিরিজেও হয়তো মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট ব্যবহার করা হবে। আর যেহেতু এগুলি ফ্ল্যাগশিপ মডেল, তাই ডাইমেনসিটি ৯০০০ সিরিজের প্রসেসর ব্যবহার করা হতে পারে।

কিন্তু, এই গুজবকে নাকচ করে দিয়ে টিপস্টার যোগেশ ব্রার জানান “আমরা হয়তো মিডিয়াটেক ডাইমেনসিটি চালিত প্রিমিয়াম স্যামসাং ফোনকে আগামী আরো কিছু সময়ের জন্য দেখতে পাবো না।” অতএব স্মার্টফোন ব্র্যান্ডটি আঞ্চলিক বাজারের উপর নির্ভর করে পূর্বের মতোই কোয়ালকম স্ন্যাপড্রাগন বা এক্সিনস চিপসেটের সাথে আসন্ন গ্যালাক্সি এস২২ এফই স্মার্টফোন ও গ্যালাক্সি এস২৩ লাইনআপকে নিয়ে আসবে বলে মনে হচ্ছে। যদিও, স্যামসাং ভবিষ্যতে মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর ব্যবহারের পরিকল্পনা করেছে কিনা বা এই বিষয়ে চিন্তাভাবনা অগ্রসর হয়েছে কিনা তা এখনই নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়। তবে আগামী কিছু সময়ের মধ্যে অন্তত মিডিয়াটেক প্রসেসর সমন্বিত কোনো স্যামসাং ফোন বাজারে পা রাখছে না, এমনটাই আভাস দিচ্ছে যোগেশ ব্রারের টুইট।

যাইহোক, যদি স্যামসাং সত্যি এক্সিনস ও কোয়ালকমের হাত ছেড়ে মিডিয়াটেকের সাথে ডিভাইস ডেভলপ করার সিদ্ধান্ত নেয়, তবে নিজস্ব প্রসেসর ব্যবহার বন্ধ করার পরিবর্তে, স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্টকে ডাইমেনসিটি চিপসেটের সাথে প্রতিস্থাপন করবে৷ তবে, আবারো বলে দিই, এটি কেবল জল্পনা মাত্র। তাই আগাম দিনে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ সিরিজ কোন প্রসেসরের সঙ্গে বাজারে পা রাখবে তা জানতে আমাদের আরো বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে।