Oppo A18: ছবি দেখে ভাবছেন বেশি দাম? 10 হাজার টাকারও কমে অবিশ্বাস্য সব ফিচার্স এই নতুন ফোনে

ওপ্পো ভারতে Oppo A18 নামে এক নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে। ডিভাইসটি সর্বপ্রথম গত মাসের শেষলগ্নে সংযুক্ত আরব আমিরাতে লঞ্চ হয়েছিল। Oppo A18 সংস্থার এন্ট্রি-লেভেল 4G স্মার্টফোন হিসাবে এসেছে, যার দাম ১০,০০০ টাকারও কম। এতে এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ আইপিএস ডিসপ্লে রয়েছে৷ এছাড়াও, ফোনটি মিডিয়াটেকের অক্টা-কোর প্রসেসর, ৪ জিবি র‍্যাম, ডুয়েল-ক্যামেরা সেটআপ, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করে। আসুন তাহলে Oppo A18-এর দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

ভারতে Oppo A18-এর দাম এবং লভ্যতা

ভারতে ওপ্পো এ১৪ একমাত্র ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে, যার দাম ৯,৯৯৯ টাকা। ডিভাইসটি গ্লোয়িং ব্ল্যাক বা গ্লোয়িং ব্লু কালার অপশনে পাওয়া যাবে। হ্যান্ডসেটটি এদেশে ওপ্পো ইন্ডিয়ার ওয়েবসাইট এবং রিটেল স্টোরগুলিতে কেনার জন্য উপলব্ধ।

Oppo A18-এর স্পেসিফিকেশন

ডুয়েল-সিমের ওপ্পো এ১৮ স্মার্টফোনটিতে ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিসপ্লে প্যানেলটি ৮৯.৯০% স্ক্রিন-টু-বডি রেশিও এবং ৭২০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর দ্বারা চালিত, যা মালি জি৫২ এমসি২ জিপিইউ-এর সাথে যুক্ত রয়েছে। ওপ্পো এ১৮ ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩.১.১ (ColorOS 13.1.1) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Oppo A18-এর ব্যাক প্যানেলে ডুয়েল-ক্যামেরা সেটআপ রয়েছে, যা ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর নিয়ে গঠিত। আর ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo A18-এ রয়েছে বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি। অন্যান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ৪জি ভিওএলটিই সাপোর্ট, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৪ জিবি ভার্চুয়াল র‍্যাম এবং মাইক্রোএসডি কার্ড স্লট যা দিয়ে ১ টিবি পর্যন্ত স্টোরেজ সম্প্রসারণ করা সম্ভব। পরিশেষে, Oppo A18-এর পরিমাপ ১৬৩.৭৪×৭৫.০৩×৮.১৬ মিলিমিটার এবং ওজন ১৮৮ গ্রাম।