প্রথম সেলে মুড়ি মুড়কির মতো বিক্রি হল Realme C55, মুহূর্তে বিক্রি ছাড়াল 1 লক্ষ

নয়া Realme C55 স্মার্টফোনটি সেল শুরুর আগেই ৬৬,০০০ -এরও বেশি প্রি-অর্ডার পেয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি

গত ২১শে মার্চ ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছিল Realme C55। গতকাল অর্থাৎ ২৮শে মার্চ ছিল এই ফোনের প্রথম সেল। আর এখানেই নতুন মাইলস্টোন গড়লো ডিভাইসটি। Realme C-সিরিজের এই লেটেস্ট স্মার্টফোন ভারতীয় ক্রেতাদের কাছ থেকে এতটাই দারুন সাড়া পেয়েছে যে, বিক্র শুরু হওয়ার মাত্র ৫ ঘন্টার মধ্যেই এর ১ লাখেরও বেশি ইউনিট ‘সোল্ড আউট’ বা বিক্রি হয়ে গেছে। Realme তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই ‘ব্লকবাস্টার সেল’ এর রেকর্ড প্রকাশ করেছে। পাশাপাশি নয়া Realme C55 স্মার্টফোনটি সেল শুরুর আগেই ৬৬,০০০ -এরও বেশি প্রি-অর্ডার পেয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি।

Realme C55 -এর দাম

ভারতের বাজারে রিয়েলমি সি৫৫ স্মার্টফোনকে তিনটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১০,৯৯৯ টাকা। আর ৬ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের বিক্রয় মূল্য যথাক্রমে ১১,৯৯৯ টাকা ও ১৩,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। এটি দুটি কালারে পাওয়া যাবে – রেইনি নাইট ও সানসাওয়ার।

Realme C55 -এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি সি৫৫ স্মার্টফোনে ৬.৭২-ইঞ্চির ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মালি জি৫২ গ্রাফিক্স এবং মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। এই ফোন ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ অফার করে। যদিও সংস্থার দাবি অনুসারে, ডিভাইসটি ১৬ জিবি পর্যন্ত ডায়নামিক বা ভার্চুয়াল র‌্যাম সমর্থন সহ এসেছে। আর মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর অভ্যন্তরীণ স্টোরেজ আরও বাড়ানো যাবে। সি-সিরিজের এই নয়া হ্যান্ডসেট লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক সংস্থার নিজেস্ব রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিন দ্বারা চালিত।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য Realme C55 স্মার্টফোনে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। অন্যদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

রিয়েলমির নিয়ে আসা এই হ্যান্ডসেটের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে – ডুয়েল সিম স্লট, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Realme C55 স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি দীর্ঘ ২৭ দিনের স্ট্যান্ডবাই টাইম অফার করবে। পরিশেষে সিকিউরিটির জন্য সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার উপলব্ধ।